বড়লেখায় অটো রাইসমিলে ভয়াবহ অগ্নিকাণ্ড, কোটি টাকার ক্ষয়ক্ষতি
প্রকাশিত হয়েছে : ২৩ জানুয়ারি ২০১৫, ৯:৫৬ পূর্বাহ্ণ
বড়লেখা প্রতিনিধি ::
মৌলভীবাজারের বড়লেখায় অটো রাইসমিলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। অগ্নিকাণ্ডে অটো রাইসমিলের মূল্যবান যন্ত্রপাতি, ধান ও চাল পুড়ে প্রায় কোটি টাকার ক্ষয়ক্ষতি সাধিত হয়েছে বলে জানা গেছে। আজ ২৩ জানুয়ারি শুক্রবার ভোর রাতে বড়লেখা পৌর শহরের হাজীগঞ্জ বাজারের আল-আমিন অটো রাইসমিল-১ ও আল-আমিন অটো রাইসমিল-২ এ অগ্নিকান্ডের ঘটনাটি ঘটে।
অটো রাইসমিলের মালিক, ফায়ার ব্রিগেড ও স্থানীয় সূত্রে জানা গেছে, পৌর শহরের হাজীগঞ্জ বাজারের ব্যবসায়ী আব্দুল জব্বার ও ফারুক মিয়ার আল-আমিন অটো রাইস মিল-১ এ আজ ২৩ জানুয়ারি শুক্রবার ভোর রাত আনুমানিক সাড়ে ৪টার সময় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লেগে দ্রুত মিলের সর্বত্র ছড়িয়ে পড়ে। পরে হাজী করিম মিয়ার আল-আমিন অটো রাইসমিল-২ তে এ আগুন দ্রুত ছড়িয়ে পড়লে পাশের ঘরে ঘুমিয়ে থাকা রাইসমিলের শ্রমিকরা অগ্নিকাণ্ডের ঘটনা বুঝতে পেরে আত্মরক্ষার্থে দ্রুত ঘর থেকে বেরিয়ে আসে।
খবর পেয়ে বড়লেখা, কুলাউড়া ও বিয়ানীবাজার ফায়ার ব্রিগেডের সদস্যরা ভোর রাত ৫টায় এসে স্থানীয় লোকজনের সহায়তায় দীর্ঘ চেষ্টার পর আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয়। এরই মধ্যে অগ্নিকাণ্ডে ২টি অটো রাইসমিলের মূল্যবান যন্ত্রপাতি, ধান ও চাল পুড়ে প্রায় কোটি টাকার ক্ষয়ক্ষতি সাধিত হয়।
অগ্নিকাণ্ডের খবর পেয়ে সকালে বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (উসি) মো. মনিরুজ্জামান ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
বড়লেখা ফায়ার ব্রিগেড স্টেশন অফিসার মো. আজিজুল হক অগ্নিকাণ্ডের সত্যতা নিশ্চিত করে জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।