সিলেটে সদর উপজেলা জামায়াতের সেক্রেটারিসহ বিএনপি ও জামায়াতের ৬৪ নেতাকর্মী আটক
প্রকাশিত হয়েছে : ২৩ জানুয়ারি ২০১৫, ১০:১২ পূর্বাহ্ণ
পূর্বদিক ডেস্ক ::
সিলেট সদর উপজেলা জামায়াতের সেক্রেটারি মঞ্জুরুল ইসলামসহ বিএনপি ও জামায়াতের ৬৪ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। গতকাল ২২ জানুয়ারি বৃহস্পতিবার ভোর পর্যন্ত মহানগর ও জেলায় বিশেষ অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটককৃতদের মধ্যে সিলেট নগরীতে ৩১ ও জেলায় ৩৩ জন রয়েছেন। গতকাল ২২ জানুয়ারি বৃহস্পতিবার আটক নেতাকর্মীদের আদালতের মাধ্যমে সিলেট কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।
নগর পুলিশ জানায়, গত ২১ জানুয়ারি বুধবার রাতে নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে সিলেট সদর উপজেলা জামায়াতের সেক্রেটারি মঞ্জুরুল ইসলাম, বিএনপি নেতা বাবুলসহ ৩১ জনকে আটক করা হয়েছে। এর মধ্যে বিএনপি-জামায়াতের ১৫ নেতাকর্মীকে আটক করা হয়েছে।
সিলেট মহানগর পুলিশের এডিসি (মিডিয়া) রহমত উল্লাহ জানান, এসএমপির ছয়টি থানায় অভিযান চালিয়ে ৩১ জনকে আটক করা হয়েছে। বিএনপি ও জামায়াতের ১৫ জন নেতাকর্মী রয়েছে। বাকিদের সন্দেহভাজন হিসাবে আটক করা হয়েছে।
জেলা পুলিশ জানায়, নাশকতার অভিযোগে জেলার ১২টি উপজেলায় বিশেষ অভিযান পরিচালনা করে বিএনপি ও জামায়াতের নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। সিলেট জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) সুজ্ঞান চাকমা বিষয়টি নিশ্চিত করে জানান, আটককৃতদের গতকাল বৃহস্পতিবার আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।