টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় অটোরিকশার ৪ যাত্রী নিহত
প্রকাশিত হয়েছে : ২১ জানুয়ারি ২০১৫, ৭:২৬ পূর্বাহ্ণ
পূর্বদিক ডেস্ক ::
টাঙ্গাইলের কালীহাতি উপজেলায় গতকাল ২০ জানুয়ারি মঙ্গলবার দিবাগত রাতে সড়ক দুর্ঘটনায় চারজন নিহত হয়েছেন। আহত হয়েছেন দুজন।
রাত সাড়ে ১২টার দিকে উপজেলার চরভাবলা এলাকায় বঙ্গবন্ধু সেতুর পূর্ব প্রান্তের সংযোগ সড়কে এ দুর্ঘটনা ঘটে।
বঙ্গবন্ধু সেতুর পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আখেরুজ্জামান জানান, যাত্রীবাহী সিএনজিচালিত একটি অটোরিকশা পাশাপাশি চলন্ত দুটি ট্রাকের মাঝে চাপা পড়লে এ হতাহতের ঘটনা ঘটে। হতাহত সবাই অটোরিকশার যাত্রী।
নিহত ব্যক্তিরা হলেন অটোরিকশার চালক ফারুক হোসেন (৩৫), যাত্রী গোলাম কিবরিয়া (৪০), নুরুল ইসলাম (৪০) ও নিরঞ্জন সাহা (৩৫)।
আহত যাত্রীদের টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন বলে জানিয়েছে পুলিশ।