বিতর্কিত ব্যক্তিকে শিক্ষা কর্মকর্তা নিয়োগের প্রতিবাদে রাজনগরে প্রাথমিক বিদ্যালয় শিক্ষকদের মানববন্ধন
প্রকাশিত হয়েছে : ২০ জানুয়ারি ২০১৫, ১১:৩২ পূর্বাহ্ণ
রাজনগর প্রতিনিধি ::
মৌলভীবাজারের রাজনগরে বিতর্কিত শিক্ষা কর্মকর্তাকে নিয়োগ দেয়ায় আন্দোলনে নেমেছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষরা। আজ ২০ জানুয়ারি বিকালে সময় উপজেলা পরিষদের প্রধান ফটকে তারা মানববন্ধন করেন।
বালগঞ্জ উপজেলার প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আনুয়ারুল ইসলাম সিলেটের ওসমানীনগরে এক অনুষ্ঠানে সিলেটিদের নিয়ে বিতর্কিত মন্তব্য ও ধর্মীয় অনুভূতি নিয়ে বক্তব্য রাখেন। এ নিয়ে বালাগঞ্জ উপজেলার প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা তাকে অপসারণে বিভিন্ন সভা সমাবেশ করেন। শিক্ষকদের আন্দোলনের মুখে গত ১৯ জানুয়ারি প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকের এক আদেশে রাজনগর উপজেলা শিক্ষা কর্মকর্তা হিসেবে নিয়োগ দেয়া হয়। বিষয়টি জানাজানি হলে রাজনগর উপজেলার প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা বিক্ষুব্ধ হয়ে উঠেন।
ওই শিক্ষা কর্মকর্তাকে রাজনগর উপজেলায় স্বপদে যোগদান থেকে বিরত এবং প্রত্যাহার করার দাবীতে রাজনগর উপজেলার প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা আজ ২০ জানুয়ারি রোববার এ মানববন্ধন করেন।
উপজেলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক সমিতির ব্যানারে আয়োজিত মানববন্ধনে বক্তব্য রাখেন- সমিতির সভাপতি জাহাঙ্গির আলম চৌধুরী, সাধারণ সম্পাদক আব্দুল হাকিম, যুগ্ম সাধারণ সম্পাদক ময়জুল হক প্রমুখ।
বক্তারা বিতর্কিত ওই শিক্ষা কর্মকর্তা রাজনগরে যোগদান করতে চাইলে আরো কঠোর আন্দোলনের হুমকি দেন।