‘রাসুলের জীবন আদর্শ বাস্তবায়ন বিশ্ববাসীর জন্য মুক্তির পথ’ — বিশ্বকারী ইয়াছির আব্দুল বাছিত
প্রকাশিত হয়েছে : ২০ জানুয়ারি ২০১৫, ১১:২৪ পূর্বাহ্ণ
লন্ডন সংবাদদাতা ::
বিশ্ববিখ্যাতকরী মরহুম আব্দুল বাছিতের সন্তান বিশ্বকরী ইয়াসির আব্দুল বাছিত বলেছেন, মহানবী (সা.) এর আগমনের দিন হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)। প্রিয় নবীর আগমনে বিশ্বের সকল কিছু খুশি হয়েছে এবং ঈদ উদযাপন করেছে। কিন্তু সেদিন একমাত্র দুঃখ পেয়েছিল ইবলিশ শয়তান। সে সেদিন কেঁদেছিল।
তিনি আরো বলেন, প্রিয়নবী (সা.) এর সমস্ত জীবনই হচ্ছে মোমিন মুসলামানের জন্য আদর্শ । কেননা আজ সারা বিশ্বে হানাহানি, মারা-মারি, খুন-রাহাজানীসহ নানা অশান্ত কার্যকলাপ চলছে। এই অশান্ত সমাজকে শান্ত সমাজে পরিণত করতে একমাত্র প্রয়োজন রাসুলের আদর্শ। আর রাসুলের জীবনাদর্শ বাস্তবায়নের মাধ্যমেই সমাজে শান্তি ফিরিয়ে আনা সম্ভব। কেননা রাসুল (সা.) আদর্শ হচ্ছে সর্বোত্তম আদর্শ। এটা বিশ্ববাসীর জন্য মুক্তির একমাত্র পথ।
গত ১৮ জানুয়ারি রোববার বৃটেনে অবস্থিত ফুলতলী ইসলামিক সেন্টার কার্যালয়ে মিলাদুন্নবী (সা.) শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথাগুলো বলেছেন।
এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৈয়দ শাহ্ মোস্তফা (রহ.) জামে মসজিদ আবাডিন স্কটল্যান্ড এর খতিব ও ফুলতলী ইসলামিক সেন্টারের পরিচালক আলহাজ হাফিয সাব্বির আহমদ।
ফুলতলী ইসলামিক সেন্টারের পরিচালক আলহাজ জসিম উদ্দিনের সভাপতিত্বে ও মাওলানা আবুল হাসানের পরিচালনায় সেমিনারে বক্তব্য রাখেন সেন্টারের উপদেষ্টা আলহাজ এমাদ উদ্দিন, পরিচালক আলহাজ গোলাম কিবরিয়া, মো. মুজাহিদ খাঁন, মো. রেজাউল হক, মো. কামরুল হক প্রমুখ।