মৌলভীবাজারে আজ্ঞাত নারীর মৃতদেহ উদ্ধার
প্রকাশিত হয়েছে : ১৯ জানুয়ারি ২০১৫, ৯:৪৩ পূর্বাহ্ণ
পূর্বদিক ডেস্ক ::
রাস্তার পাশে পড়ে থাকা এক অজ্ঞাত নারীর (৪০) মৃতদেহ উদ্ধার করেছে স্থানীয়রা। আজ ১৯ জানুয়ারি সোমবার ভোরে মৌলভীবাজার শহরের চাঁদনীঘাট ইউনিয়নের বাসস্ট্যান্ড এলাকায় একটি দোকানের সম্মুখে থেকে উদ্ধার করে স্থানীয়রা।
স্থানীয় সূত্রে জানা যায়, মৃতদেহটি পড়ে থাকতে দেখে পুলিশে খবর দিলে পুলিশ দুপুর ২টায় এসে মৃতদেহটি উদ্ধার করে মর্গে পাঠায়।
মৌলভীবাজার মডেল থানার উপপরিদর্শক (এস আই)কামাল হোসেন মৃতদেহটির সত্যতা নিশ্চিত করেন।