সংসদ ভবনের পূর্বপাশে বাসে পেট্রোলবোমা, ইডেন কলেজের ৩ ছাত্রী দগ্ধ
প্রকাশিত হয়েছে : ১৮ জানুয়ারি ২০১৫, ১০:৪১ পূর্বাহ্ণ
পূর্বদিক ডেস্ক :
রাজধানীর শেরেবাংলা নগরে জাতীয় সংসদ ভবনের পূর্ব পাশের রাস্তায় একটি বাসে দুর্বৃত্তদের ছোড়া পেট্রোলবোমায় অন্তত তিন জন দগ্ধ হয়েছেন। এতে আহত হয়েছেন আরও একজন।
সারাদেশে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের ডাকা লাগাতার অবরোধের ১৩তম দিনে রোববার দুপুর আড়াইটার দিকে এ ঘটনা ঘটে। আহতদের সবাই ইডেন কলেজের ছাত্রী। তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশের তেজগাঁও জোনের উপ-কমিশনার (ডিসি) বিপ্লব কুমার সরকার এ তথ্য নিশ্চিত করেছেন।