কমলগঞ্জে চা বাগানের ১২ শিক্ষার্থীকে বৃত্তি ও শীতার্তদের মধ্যে কম্বল বিতরণ
প্রকাশিত হয়েছে : ১৭ জানুয়ারি ২০১৫, ১০:১৭ পূর্বাহ্ণ
কমলগঞ্জ প্রতিনিধি ::
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর চা বাগানের দরিদ্র ১২ জন শিক্ষার্থীকে স্কুলে ভর্তি সহায়তা স্বরূপ বৃত্তি ও শীতার্ত ৪০ জন শ্রমিকের মধ্যে কম্বল বিতরণ করা হয়েছে। ‘উত্তরণ বাংলাদেশ’ এর উদ্যোগে ও নাসরিন এস জনির সহযোগীতায় গতকাল ১৬ জানুয়ারি শুক্রবার সকাল সাড়ে ১১টায় শমশেরনগর চা বাগানে বৃত্তি প্রদান ও কম্বল বিতরণ করা হয়।
উত্তরণ বাংলাদেশ শমশেরনগর এর সভাপতি অনুময় বর্মা জনির সভাপতিত্বে ও মিঠুন কূর্মীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সমাজ সেবী নাসরিন এস জনি। বিশেষ অতিথি ছিলেন শমশেরনগর সুজা মেমোরিয়াল কলেজের অধ্যক্ষ ম. মুর্শেদুর রহমান, শিক্ষক অপূর্ব নারায়ণ।