আলহাজ হাফিয সাব্বির আহমদ
হক সিলসিলার এক সেতুবন্ধন ছিলেন ছাহেব কিবলা ফুলতলী (র.)
প্রকাশিত হয়েছে : ১৭ জানুয়ারি ২০১৫, ৮:৫৬ পূর্বাহ্ণ
লন্ডন সংবাদদাতা ::
আনজুমানে আল ইসলাহর কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও ফুলতলী ইসলামিক সেন্টার কভেন্ট্রির পরিচালক আলহাজ হাফিয সাব্বির আহমদ বলেছেন, ফুলতলী ছাহেব কিবলা (র.) ছিলেন হক সিলসিলার এক সেতুবন্ধন। ইলমে কিরাত, ইলমে হাদিস ও তরীকার সনদের ক্ষেত্রে আল্লাহর রাসুল থেকে হক সিলসিলার মধ্য হয়ে তাঁর নিকট পৌঁছেছে। তিনি আজীবন উস্তাদদের রক্ষিত আমানতের সদ্বব্যবহার করে গেছেন। মানুষের অন্তরে কুরআনের সহিহ তেলাওয়াত পৌঁছে দিয়েছেন। ইন্তেকালের পূর্ব পর্যন্ত হাদিসের খেদমত করে গেছেন। তরীকার ক্ষেত্রেও লাখো লাখো মানুষের অন্তরকে পরিশুদ্ধির জন্য মেহনত করেছেন।
গত ১৫ জানুয়ারি বিকাল ৫ টায় ফুলতলী ইসলামিক সেন্টার কভেন্ট্রি ইউকের উদ্যোগে আল্লামা ফুলতলী ছাহেব কিবলার জীবনী শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে আলহাজ হাফিয সাব্বির আহমদ একথাগুলো বলেন।
ফুলতলী ইসলামিক সেন্টার কভেন্ট্রি ইউকের পারিচালক আলহাজ মোহাম্মদ জসিম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত মাহফিলে বাংলাদেশে সুন্নীয়ত প্রতিষ্ঠায় ছাহেব কিবলার ত্যাগ ও অবদান স্মরণ করে বক্তব্য রাখেন ফুলতলী ইসলামিক সেন্টারের প্রিন্সিপাল মাওলানা আবুল হাসান।
সভায় আল্লামা ইয়াকুবী ছাহেবের মুরিদানের পক্ষে উপস্থিত ছিলেন আলহাজ মো. শাফিক, ইক্বরা ইসলামিক সেন্টার এর সেক্রেটারি মো. জাহিদ।
এ সময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন, শাহজালাল জামে মসজিদের চেয়ারম্যান আলহাজ মোতাচ্ছিম আলী সিতু মিয়া, ফুলতলী ইসলামিক সেন্টারের উপদেষ্টা আলহাজ মকবুল আলী, মো. এমাদ উদ্দিন, আলহাজ সাজ্জাদুর রহমান, আলহাজ মো. আবু বখস, ফুলতলী ইসলামিক সেন্টারের পরিচালক আলহাজ মো. গোলাম কিবরিয়া, মো. রেজাউল হক প্রমুখ।