দিনমজুর শিশু
প্রকাশিত হয়েছে : ১৪ জানুয়ারি ২০১৫, ৪:৫০ পূর্বাহ্ণ
জ্বালানী কাঠের সংকট। দিনমজুর মানুষের দৈনন্দিন আয়ের যে পরিমাণ তা দিয়ে প্রতিদিন লাকড়ি, চাল, তরি-তরকারী কিনে পরিবার-পরিজন নিয়ে বেঁচে থাকাই দুষ্কর। তাদের শিশুদের লেখাপড়ার গণ্ডি পেরোনের আগেই জীবন-জীবিকার তাগিয়ে নেমে পড়তে হয় শ্রমের ময়দানে।
প্রতিদিন সকালে এসব শিশুরা লাকড়ি কুড়াতে বেরিয়ে পড়ে রাজনগর উপজেলার মাথিউড়া চা বাগানের বিভিন্ন সেকশনে। দুপুরের পর কুড়ানো লাকড়ি নিয়েবাড়ি ফিরছে চাবাগানের মেঠো পথ দিয়ে।
কথা ও ছবি : আব্দুর রহমান সোহেল।