কমলগঞ্জে খাদ্য সামগ্রী তৈরির কারখানায় ভ্রাম্যমাণ আদালতের জরিমানা
প্রকাশিত হয়েছে : ১৩ জানুয়ারি ২০১৫, ৫:২৬ পূর্বাহ্ণ
কমলগঞ্জ প্রতিনিধি
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর ইউনিয়নের শিংরাউরী গ্রামের আশা ফুড প্রোডাক্টস্ এর মালিক সায়েদুর রহমান শাহাব আলীর বাড়ি থেকে অবৈধভাবে চানাচুর, বাতাসাসহ খাদ্য সামগ্রী তৈরির কারখানায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে নগদ ৫০ হাজার টাকা জরিমানা ও কারখানাটি সিলগালা করা হয়েছে। গতকাল ১২ জানুয়ারি সোমবার বিকাল সাড়ে ৩টায় এ আদালত পরিচালনা করা হয়।
কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তাও নির্বাহী হাকিম মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞার নেতৃত্বে শমশেরনগর পুলিশ ফাড়ির একদল পুলিশ আদালত পরিচালনা করেন। গোপন সংবাদের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে কারখানা মালিককে পাওয়া যায়নি। নির্বাহী হাকিম ও উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, বিশুদ্ধ খাদ্য আইন ১৯৫৯ এর ১৪(ক) ও ১৮(১) ধারায় এ কারখানার মালিককে নগদ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জরিমানার পাশাপাশি আলামত জব্দ করে কারখানাটি সিলগালা করে রাখা হয়।