এয়ার এশিয়ার বিধ্বস্ত বিমানের ককপিট ভয়েস রেকর্ডার উদ্ধার
প্রকাশিত হয়েছে : ১৩ জানুয়ারি ২০১৫, ৬:২৩ পূর্বাহ্ণ
পূর্বদিক ডেস্ক ::
ডুবুরিরা জাভা সাগরে বিধ্বস্ত হওয়া এয়ার এশিয়ার বিধ্বস্ত বিমানটির ককপিট ভয়েস রেকর্ডারটি উদ্ধার করেছে।
এর আগে গত সোমবার তারা ফ্লাইট ডেটা রেকর্ডারটি উদ্ধার করতে সক্ষম হয়েছিলো। তখনি তারা ককপিট ভয়েস রেকর্ডারের সন্ধান পাওয়ার কথা জানিয়েছিলেন। যদিও জলের তলা থেকে সেটি তখন তোলা সম্ভব হয়নি।
ফ্লাইট ডেটা রেকর্ডার এবং ককপিট ভয়েস রেকর্ডারকে একসঙ্গে ‘ব্ল্যাক বক্স’ বলা হয়।
ব্ল্যাক বক্সের দু অংশই উদ্ধার সম্ভব হওয়ার কারণে বিমানটি দুর্ঘটনার কারণ জানা যাবে বলে আশা করা হচ্ছে।
ডেটা রেকর্ডারে সাধারণত বিমানটির গতি, কত উচ্চতায় উড়ছিল এমন সহ যাবতীয় টেকনিক্যাল তথ্য সংরক্ষিত থাকে। অন্যদিকে ভয়েস রেকর্ডারে বিমানের ককপিটে থাকা পাইলটদের কথোপকথন রেকর্ড হয়ে থাকে।
ভয়েস রেকর্ডার উদ্ধারের আনুষ্ঠানিক ঘোষণা দ্রুতই দেয়া হবে বলে আশা করা হচ্ছে।
সংবাদদাতা জানিয়েছেন রেকর্ডারটি উদ্ধারের পর ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় নেয়া হচ্ছে, যেখানে এভিয়েশন বিশেষজ্ঞরা বিশ্লেষণ করবেন।
গত ২৮শে ডিসেম্বর ইন্দোনেশিয়ার সারাবায়া থেকে ১৬২ জন যাত্রী নিয়ে এয়ার এশিয়ার সিঙ্গাপুরগামী বিমানটি নিখোঁজ হয়।
বিমানটিকে শেষপর্যন্ত জাভা সাগরে খুঁজে পাওয়া গেলেও এর ধ্বংসাবশেষ এখনো উদ্ধার করা সম্ভব হয়নি।
উদ্ধারকর্মীরা বেশ কিছু যাত্রীর মরদেহ উদ্ধার করেছেন। তবে তারা মনে করছেন বেশিরভাগ যাত্রীর দেহাবশেষ এখনো বিমানের ফিউজেলাজে আটকা পড়ে আছে।