পাকিস্তানে বাস-ট্যাংকার সংঘর্ষে নিহত ৫৭
প্রকাশিত হয়েছে : ১১ জানুয়ারি ২০১৫, ৭:১৭ পূর্বাহ্ণ
পূর্বদিক ডেস্ক ::
পাকিস্তানের দক্ষিণাঞ্চলে যাত্রীবাহী বাসের সঙ্গে তেলবাহী ট্যাংকারের সংর্ঘষে নিহত হয়েছেন কমপক্ষে ৫৭ জন। নিহতের সংখ্যা আরো বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে।
আজ ১১ জানুয়ারি রোববার ভোররাতে এই দুর্ঘটনা ঘটে।
পুলিশের সিনিয়র কর্মকর্তা রাও মুহম্মদ আনোয়ার জানান, করাচী থেকে শিকারপুর যাওয়ার পথে একটি জীর্ণ সড়কে উল্টোদিক থেকে দ্রুত গতিতে আসা ট্যাংকারের সঙ্গে যাত্রীবাহী বাসটির সংঘর্ষ হয়। সংঘর্ষের পরপরই বাস ও ট্যাংকারে আগুন ধরে যায়। নিহতদের অধিকাংশই নারী ও শিশু।
হতাহতদের উদ্ধার করে করাচি হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই হাসপাতালের চিকিৎসক সামি জামিল বলেন, এখন পর্যন্ত ৫৭ জনের মৃতদেহ আনা হয়েছে। নিহতের সংখ্যা আরো বাড়তে পারে।
পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ এই দুর্ঘটনার বিষয়ে গভীর শোক প্রকাশ করেছেন।