কুলাউড়ার মেরিনা চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ ও কর্মবিরতি পালন
প্রকাশিত হয়েছে : ১০ জানুয়ারি ২০১৫, ১১:৪৭ পূর্বাহ্ণ
কুলাউড়া প্রতিনিধি ::
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার মেরিনা চা-বাগানের শ্রমিক পঞ্চায়েত সভাপতি ও সম্পাদককে গতকাল ৯ জানুয়ারি শুক্রবার রাতে আটক করে পুলিশ। এর প্রতিবাদে আজ১০ জানুয়ারি শনিবার সকাল থেকে বাগান শ্রমিকরা কাজে যোগ না দিয়ে কারখানার সামনে বিক্ষোভ করে।
সরেজমিন মেরিনা চা-বাগানে গিয়ে জানা যায়, কয়েকদিন পূর্বে বাগানের কিছু শ্রমিকদের উপর হামলার ঘটনায় থানায় দায়েরকৃত মামলায় চা বাগান শ্রমিক সভাপতি খোকা নায়েক ও সাধারণ সম্পাদক ওয়াসিম মিয়াকে গতকাল ৯ জানুয়ারি শুক্রবার গভীর রাতে পুলিশ আটক করে। খবর পেয়ে বাগানের সাধারণ শ্রমিকরা আজ শনিবার সকাল থেকে কাজে যোগ না দিয়ে বাগান কারখানার সামনে সভাপতি-সম্পাদককে গ্রেফতারের প্রতিবাদে বিক্ষোভ করতে থাকে।
ইউপি সদস্য ও সাবেক চা শ্রমিক নেত্রী হেমন্তী উরাং, সমেরা বেগম, অলকা উরাং, লাকি বেগম, হুসনা বেগম, করিম মিয়া, বিদ্যামনি রন্ডাসহ শ্রমিকরা জানান, যতক্ষণ পর্যন্ত তাদের সভাপতি সম্পাদককে মুক্তি দেয়া না হবে ততক্ষণ পর্যন্ত তারা কাজে যোগ না দিয়ে বিক্ষোভ কর্মসূচি চালিয়ে যাবেন।
এব্যাপারে কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অমল কুমার ধর আটকের সত্যতা নিশ্চিত করে জানান, আটককৃত দু’জন একটি মামলার পলাতক আসামী।