বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বিবৃতি দেয়ার বিষয়টি নাকচ করল আমেরিকা
প্রকাশিত হয়েছে : ১০ জানুয়ারি ২০১৫, ১০:৪৮ পূর্বাহ্ণ
পূর্বদিক ডেস্ক ::
বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বিবৃতি দেবার বিষয়টি নাকচ করে বিবৃতি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের পররাষ্ট্র বিষয়ক কমিটির চেয়ারম্যান এড রয়েস ও কমিটির সদস্য এলিয়ট অ্যাঙ্গেল।
বিবৃতিতে বলা হয়েছে, বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র বিষয়ক কমিটির কয়েকজন সদস্যের নাম উল্লেখ করে সাতই জানুয়ারি দেশটির কয়েকটি গণমাধ্যমে একটি ভুয়া সংবাদ প্রকাশিত হয়।
বিবৃতিতে রয়েস ও অ্যাঙ্গেল বলেন, পররাষ্ট্র বিষয়ক কমিটি ও কংগ্রেস সদস্যদের অনেকে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি পর্যবেক্ষণ করে আসছেন, কিন্তু কমিটি বা এর কোনো সদস্য এ নিয়ে কোনো ধরনের বিবৃতি দেননি।
এছাড়া, বিবৃতিতে আরো বলা হয়, কোনো পক্ষের রাজনৈতিক উদ্দেশ্য পূরণের জন্য যুক্তরাষ্ট্র কংগ্রেসের নামে ভুয়া বিবৃতি ব্যবহার কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না।
সাতই জানুয়ারি প্রকাশিত ঐ খবরে যুক্তরাষ্ট্রের ছয়জন কংগ্রেসম্যান বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াকে অবরুদ্ধ করা এবং তার ছেলে তারেক রহমানের বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা আরোপের নিন্দা জানিয়েছেন বলে দাবি করা হয়।
এতে রয়েস ও অ্যাঙ্গেল ছাড়াও রিপাবলিকান দলীয় কংগ্রেস সদস্য স্টিভ শ্যাবট, জর্জ হোল্ডিং এবং ডেমোক্র্যাট কংগ্রেস সদস্য জোসেফ ক্রাউলি ও গ্রেস মেং ওই বিবৃতিতে সই করেছেন বলেও উল্লেখ করা হয়েছিল।
এদিকে, খালেদা জিয়ার সঙ্গে ভারতীয় জনতা পার্টি বিজেপি’র প্রেসিডেন্ট অমিত শাহ’র কথিত ফোনালাপ নিয়ে বিতর্ক শুরু হয়েছে।
ক্ষমতাসীন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুব-উল আলম হানিফ এক সংবাদ সম্মেলনে বলেছেন, বিএনপি’র দাবি সঠিক নয়।
তবে, বিএনপির পক্ষ থেকে দাবি করা হয়েছে, অমিত শাহ ফোনে খালেদা জিয়ার সঙ্গে কুশলাদি বিনিময় করেছেন।