জুড়ীতে আগ্নেয়াস্ত্র উদ্ধার
প্রকাশিত হয়েছে : ১০ জানুয়ারি ২০১৫, ৪:৪৩ পূর্বাহ্ণ
বড়লেখা প্রতিনিধি ::
মৌলভীবাজারের জুড়ী উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে বিজিবি সদস্যরা। গতকাল ৯ জানুয়ারি শুক্রবার সন্ধ্যায় উপজেলার দক্ষিণ সাগরনাল ইউপির ইসমাইল হোসেনের ছেলে মোহাম্মদ কামাল হোসেনের বাড়ি থেকে একটি পাইপগান ও একটি রাম দা উদ্ধার করা হয়েছে।
উদ্ধারের পর আগ্নেয়াস্ত্রটি জুড়ী থানায় হস্তান্তর করা হয়।
বিজিবি ফুলতলা ক্যাম্পের হাবিলদার মতিয়ার রহমান আগ্নেয়াস্ত্রটি উদ্বারের সত্যতা নিশ্চিত করে জানান, অভিযুক্ত ব্যাক্তিদের বিরুদ্ধে অস্ত্র চোরাচালান আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।