জুড়ীতে সড়ক দুর্ঘটনায় ১ জনের মৃত্যু
প্রকাশিত হয়েছে : ৯ জানুয়ারি ২০১৫, ৪:৪৬ পূর্বাহ্ণ
জুড়ী প্রতিনিধি ::
মৌলভীবাজারের জুড়ীতে সড়ক দুর্ঘটনায় সাজু নামের এক মটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। গতকাল ৮ জানুয়ারি বৃহস্পতিবার বেলা ৩ ঘটিকায় উপজেলার জুড়ী-ফুলতলা সড়কের রত্না চা-বাগান এলাকার এলাপুর নামক স্থানে দুর্ঘটনাটি ঘটে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, ফুলতলা ইউনিয়নের পশ্চিম বটুলী গ্রামের মৃত করিম উল্লাহর ছেলে মো. সাজু আহমেদ (২৫) ও ফুলতলা বস্তির নুর মিয়ার ছেলে তায়েফ আহমেদ জুড়ীতে একটি বিয়ের অনুষ্ঠান থেকে বাড়ি ফেরার পথে জুড়ী-ফুলতলা সড়কের রত্না চা-বাগান এলাকার এলাপুর নামক স্থানে তাদের মটর সাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় থাকা বিদ্যুতের খুঁটিতে আছড়ে পড়লে ঘটনাস্থলেই সাজুর মৃত্যু হয়। অপরদিকে সাইকেল চালক তায়েফ আহমেদ গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জুড়ী উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান কিশোর রায় চৌধুরী মনি, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শহিদুল ইসলাম ও জুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হামিদুর রহমান সিদ্দিকী (পিপিএম) ঘটনাস্থল পরিদর্শন করেছেন।