জুড়ীর এলবিনটিলা স্কুলে মিড ডে মিল চালু
প্রকাশিত হয়েছে : ৯ জানুয়ারি ২০১৫, ৫:০৬ পূর্বাহ্ণ
জুড়ী প্রতিনিধি ::
মৌলভীবাজারের জুড়ী উপজেলার ফুলতলা ইউনিয়নের এলবিনটিলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিল (দুপুরের খাবার) চালু করা হয়েছে।
গতকাল ৮ জানুয়ারি বৃহস্পতিবার দুপুরে এলবিনটিলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই কার্যক্রমের উদ্বোধন করা হয়।
এই কার্যক্রম আনুষ্ঠানিক উদ্বোধনী সভায় ফুলতলা চা-বাগানের ব্যবস্থাপক এফজাল আহমেদ চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জুড়ী উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান কিশোর রায় চৌধুরী মণি। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শহিদুল ইসলাম, উপজেলা শিক্ষা অফিসার রফিজ মিয়া, ফুলতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফয়াজ আলী, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ও প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি কুলেশ চন্দ্র চন্দ মন্টু, এমইউ শিক্ষাসেবা ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক সাংবাদিক সাইফুল ইসলাম সুমন, এলবিনটিলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক হরিনারায়ন কুর্মী, ফুলতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক মিলন চন্দ্র পাল, বিরইনতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক মামুনুর রশিদ, সহকারি শিক্ষিকা নিলাঞ্জনা রায়, ইউপি সদস্য স্বপন মল্লিক প্রমুখ।