সিলেটে বৃহস্পতিবার সকাল-সন্ধ্যা হরতাল
প্রকাশিত হয়েছে : ৭ জানুয়ারি ২০১৫, ৬:৩১ পূর্বাহ্ণ
পূর্বদিক ডেস্ক ::
সিলেটে আগামীকাল ৮ জানুয়ারি বৃহস্পতিবার সকাল-সন্ধ্যা হরতালের ডাক দিয়েছে মহানগর বিএনপি।
বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াকে ‘অবরুদ্ধ’ করে রাখা ও দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলামকে গ্রেফতারের প্রতিবাদে এ হরতালের ডাক দেন সিলেট মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সচিব বদরুজ্জামান সেলিম।
আজ ৭ জানুয়ারি বুধবার বেলা ১১টার দিকে নগরীর আম্বরখানা, চৌহাট্টা থেকে দরগাগেইট এলাকায় মিছিল পরবর্তী সমাবেশ থেকে এ ঘোষণা দেন তিনি।
বদরুজ্জামান সেলিম জানান, বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াকে ‘অবরুদ্ধ’ করে রাখা ও মির্জা ফখরুল ইসলামকে গ্রেফতারের প্রতিবাদে বৃহস্পতিবার সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত হরতাল ডাকা হয়েছে।