জুড়ীর গোয়ালবাড়ী ইউনিয়নের নারী সদস্যের ওপর সন্ত্রাসী হামলা
প্রকাশিত হয়েছে : ৭ জানুয়ারি ২০১৫, ৫:৩০ পূর্বাহ্ণ
জুড়ী প্রতিনিধি ::
মৌলভীবাজারের জুড়ী উপজেলার গোয়ালবাড়ী ইউনিয়ন পরিষদের নারী সদস্য শিল্পী বেগমের (৪৫) ওপর বিএনপি নেতার ভাতিজা রুবেল নেতৃত্বে সন্ত্রাসী হামলা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ব্যাপারে জুড়ী থানায় মামলা হয়েছে।
পরিবার ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, শিল্পী গোয়ালবাড়ী ইউপির ১, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত আসনের নারী সদস্য। তাঁর স্বামী মাসুদ কবীর স্থানীয় শিলুয়া উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক ছিলেন। প্রায় দুই বছর আগে ওই শিক্ষাপ্রতিষ্ঠান থেকে তিনি অবসর নেন। এর পর অবসরভাতা পেতে তিনি ঢাকায় বেসরকারি শিক্ষক-কর্মচারী কল্যাণ ট্রাস্টে আবেদন করেন। বিষয়টি জেনে মাসখানেক আগে গোয়ালবাড়ী গ্রামের বাসিন্দা রুবেল ইউপি সদস্যের স্বামী মাসুদ কবীরকে ডেকে নিয়ে সমাজকল্যাণমন্ত্রী সৈয়দ মহসিন আলীর সুপারিশে দ্রুত অবসরভাতা পাইয়ে দেওয়ার প্রলোভন দেখান। গত ২৯ ডিসেম্বর বেলা সাড়ে ১০টার দিকে রুবেল দুই সহযোগীকে নিয়ে প্রাইভেট কারে করে সোহাগীরপার গ্রামে শিক্ষকের বাড়িতে যান। এ সময় রুবেল শিক্ষককে ডেকে সমাজকল্যাণমন্ত্রীকে দিয়ে সুপারিশ করিয়েছেন বলে জানান। এ কাজের জন্য সাড়ে ১০ হাজার টাকা দাবি করেন রুবেল। টাকা দিতে অপারগতা প্রকাশ করায় তিনি শিক্ষককে বকাঝকা করেন। একপর্যায়ে ইউপি সদস্য শিল্পী ছুটে এসে বাধা দিলে রুবেল ও তাঁর সহযোগীরা শিল্পীর ওপর হামলা চালান। চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে গেলে সন্ত্রাসীরা পালিয়ে যায়।
পরে পরিবারের লোকজন আহত শিল্পীকে পার্শ্ববর্তী কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। খবর পেয়ে বেলা একটার দিকে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। ওই দিন রাতে শিল্পী বেগম বাদী হয়ে রুবেল, আকবর আলী ও শরফ উদ্দিনকে আসামি করে জুড়ী থানায় মামলা (নম্বর-১৩, তারিখ-২৯.১২.১৪) করেন। রুবেল বিএনপির উপজেলা কমিটির আহ্বায়ক ও পশ্চিম জুড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী মঈন উদ্দিন মইজনের ভাতিজা।
জুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হামিদুর রহমান সিদ্দিকী পিপিএম মামলার সত্যতা স্বীকার করে জানান, আসামিরা পলাতক। তাঁদেরকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
গোয়ালবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহাব উদ্দিন আহমদ লেমন জানান, ইউপি সদস্য শিল্পী বেগমের ওপর হামলার ঘটনায় পরিষদের আইনশৃঙ্খলা কমিটির সভায় নিন্দা প্রস্তাব গৃহীত হয়েছে। তিনি পুলিশ প্রশাসনের কাছে আসামিদের গ্রেপ্তারের জোর দাবি জানিয়েছেন।