কুলাউড়ায় যুবদল নেতাসহ আটক ৩
প্রকাশিত হয়েছে : ৬ জানুয়ারি ২০১৫, ৬:৫৪ পূর্বাহ্ণ
কুলাউড়া প্রতিনিধি ::
নাশকতার আশঙ্কায় মৌলভীবাজারের কুলাউড়া শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বিএনপির ৩ কর্মীকে আটক করেছে পুলিশ।
গতকাল ৫ জানয়ারি সোমবার গভীর রাতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
জানা যায়, কুলাউড়া শহরের স্টেশন রোড আল মদিনা আবাসিক হোটেলসহ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে যুবদল নেতা মেহেদি হাসান খালিকসহ ৩ জনকে আটক করেছে পুলিশ।
এব্যাপারে কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)অমল কুমার ধর ৩ জনকে আটকের সত্যতা নিশ্চিত করেছেন।