কুলাউড়ায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত
প্রকাশিত হয়েছে : ৫ জানুয়ারি ২০১৫, ৮:৩১ পূর্বাহ্ণ
কুলাউড়া প্রতিনিধি ::
কুলাউড়ায় যথাযোগ্য মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত হয়েছে। ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে গতকাল ৪ জানুয়ারী রোববার কুলাউড়ায় বিভিন্ন ইসলামীক, রাজনৈতিক, সামাজিক সংগঠন ও মাদ্রাসার উদ্যোগে র্যালী, শুভাযাত্রা ও বিশ্বনবী হযরত মোহাম্মদ (সা.)এর জীবনী নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এ উপলক্ষে বাংলাদেশ আঞ্জুমানে আল-ইসলাহ, তালামীযে ইসলামীয়া, নিজামিয়া বিশকুটি এতিমখানার সুপার মাও. তফজ্জুল ইসলাম ও শিক্ষক আজিজুল ইসলাম সুলেমানের নেতৃত্বে র্যালী ও শোভাযাত্রা, গুলশানে কাদেরী চিশতী বাদে মনসুর, নর্তন সৈয়দ বাড়ি জামে মসজিদ ও পূর্ব প্রতাবী খানকা শরীফের খাদেম হাজী ফুরকান আলীর নেতৃত্বে র্যালি, আলোচনা সভা, মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
১১-১২ রবিউল আউয়াল দুই দিনব্যাপী কর্মসূচি পালন করে গুলশানে কাদেরী চিশতী বাদে মনসুর ও নর্তন সৈয়দ বাড়ি জামে মসজিদ কর্তৃপক্ষ। বাদ যোহর আঞ্জুমানে আল-ইসলাহর উদ্যোগে আলালপুর মাদ্রাসার সম্মুখ থেকে বিশাল র্যালী কুলাউড়া শহর প্রদক্ষিন করে। দুপুর ১১টায় নিজামিয়া বিশকুটি এতিমখানার বিশাল র্যালী শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। গুলশানে কাদেরী চিশতী বাদে মনসুর সকাল ৯ টায় শহরসহ আশপাশ এলাকায় র্যালি দেন। নর্তন সৈয়দ বাড়ি জামে মসজিদের উদ্যোগে সৈয়দ বাড়ির সম্মুখ থেকে সৈয়দ এ বি এম হান্নানের নেতৃত্বে র্যালি কুলাউড়া রবিরবাজার সড়কের চৌধুরীবাজার এলাকা প্রদক্ষিণ করে। দুপুরে প্রতাবী খানকা শরীফ থেকে খাদেম হাজী ফুরকান আলীর নেতৃত্বে র্যালি কুলাউড়া ইউনিয়নের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।