গুচ্ছছড়া
প্রকাশিত হয়েছে : ৪ জানুয়ারি ২০১৫, ১১:১২ পূর্বাহ্ণ
জনি হোসেন কাব্য’র একগুচ্ছ ইসলামিক ছড়া
রাসূলের আলো
মরুর বুকে পড়লো খসে
একটি আলো নূরের,
ভোরের হাওয়া গাইলো যে গান
রাসূল রাসূল সুরের।
ছড়ালো সেই একটি আলো
পথের বাঁকে বাঁকে,
রাসূল রাসূল বলে পাখি
কিচির মিচির ডাকে।
রাসূলের সেই আলো মেখে
গোলাপ আজও ফোটে,
আলোর ডাকে দস্যি ছেলে
নামাজ পড়তে ছোটে।
রাসূল রাসূল দুরুদ ছাড়া
মন বসেনা কাজে,
রাসূল থাকলে ব্রেনের ভিতর
হয়না চিন্তা বাজে।
সূর্যটা রোজ দুরুদ পাঠায়
হলদে রোদের খামে,
চাঁদ তারারা গায় গুনগান
রাসূল রাসূল নামে।
রাসূল নামে সুর ছড়িয়ে
উড়ে প্রজাপতি,
রাসূল ছাড়া পরকালের
নেই তো কোন গতি।
রাসূলের সেই আলোর পরশ
একবার যদি লাগে,
মরার পরে যায়গা হবে
জান্নাতের ঐ বাগে।
রাসূল মুহাম্মদ
কার আদেশে পাপাচারী
ছেড়ে দিল মদ,
সে যে আমার দয়াল নবী
রাসূল মুহাম্মদ।
কার মশালের আলো পেয়ে
দূর হয়েছে বদ,
সে যে আমার প্রাণের নবী
রাসূল মুহাম্মদ।
কার জ্যোতিতে পূর্ণ ধরা
ভরলো সাগর নদ,
সে যে আমার প্রেমের নবী
রাসূল মুহাম্মদ।
রাসূল ফুল
ফুল ফুটিল মরুর বুকে
ফুল ফুটিল আরবে,
ফুল ফুটিল সত্য ন্যায়ের
অনন্ত কাল যা রবে।
ফুল ফুটিল রহমতের
ছড়ায় শুধু চেতনা,
না ফুটিলে মানব জাতি
পথের দেখা পেত না।
ফুল ফুটিল অন্ধকারে
লক্ষ ভুলের মাশুলে,
ভুল গুলো সব দূর করেছে
আমার প্রিয় রাসূলে।
রাসূল এলো বলে
রাসূল এলো তাই বলে ভাই
পেলাম দেখা আলোর,
রাসূল দ্বীনের পথ দেখালো
রাসূল শুধু-ই ভালোর।
সবুজ পাতার তলে
লক্ষ জোনাক জ্বলে,
রাসূল এলো রাসূল এলো
রাসূল এলো বলে।
রাসূল এলো তাই বলে ভাই
মুছে গেল আঁধার,
পার্থক্যটা বোঝা গেল
কালো এবং সাদার।
ঐ না গগন তলে
লক্ষ তারা জ্বলে,
রাসূল এলো রাসূল এলো
রাসূল এলো বলে।
রাসূল এলো তাই বলে ভাই
ফুল ফুটিল বনে,
ফুল ফুটিল মনের ক্বাবায়
নূরের আলোড়নে।
ঐ না গগন তলে
চাঁদ-সুরুজও জ্বলে,
রাসূল এলো রাসূল এলো
রাসূল এলো বলে।
রাসূল এলো তাই বলে ভাই
পেলাম দেখা আলোর,
রাসূল দ্বীনের পথ দেখালো
রাসূল শুধু-ই ভালোর।