ঢাকায় সভা সমাবেশ নিষিদ্ধ করেছে পুলিশ
প্রকাশিত হয়েছে : ৪ জানুয়ারি ২০১৫, ৭:৩২ পূর্বাহ্ণ
পূর্বদিক ডেস্ক ::
বাংলাদেশের রাজধানী ঢাকায় সব ধরণের সভা সমাবেশ নিষিদ্ধ করেছে মেট্রোপলিটন পুলিশ।
রোববার বিকেল ৫ টা থেকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত এই নিষেধাজ্ঞা বহাল থাকবে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে ডিএমপি।
৫ই জানুয়ারি বিএনপি এবং আওয়ামী লীগের পাল্টাপাল্টি কর্মসূচি নিয়ে উত্তেজনার মাঝেই পুলিশ এই নিষেধাজ্ঞা জারি করলো।
সংবাদ বিজ্ঞপ্তিতে পুলিশ বলছে, কয়েকটি দলের পাল্টাপাল্টি সমাবেশ ঘিরে অন্তর্ঘাতমূলক কার্যক্রম এবং সংঘাতমূলক পরিস্থিতি সৃষ্টি হবার সম্ভাবনা থাকায় তারা এই নিষেধাজ্ঞা ঘোষণা করেছে।
এর আগে শনিবার রাত থেকেই ঢাকার গুলশানে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার কার্যালয় ঘিরে রেখেছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
খালেদা জিয়া কার্যত ‘অবরুদ্ধ’ রয়েছেন বলে অভিযোগ করছে বিএনপি। আজ রোববার সকাল থেকেই সেখানে পুলিশের উপস্থিতি বেড়েছে।
বিএনপি চেয়ারপার্সনের কার্যালয়ের সামনের রাস্তাটি সাধারণের চলাচলের জন্য বন্ধ করে দেয়া হয়েছে এবং দু’পাশে পুলিশের ট্রাক রেখে রাস্তা বন্ধ রাখা হয়েছে।
শনিবার রাতে বিএনপির নয়াপল্টনের প্রধান কার্যালয়টিও তালাবদ্ধ করে দেয়া হয় বলে জানিয়েছেন দলটির নেতারা।