ফিলিস্তিনকে রাজস্ব আয় হস্তান্তর স্থগিত করেছে ইসরায়েল
প্রকাশিত হয়েছে : ৪ জানুয়ারি ২০১৫, ৭:২৭ পূর্বাহ্ণ
পূর্বদিক ডেস্ক ::
ফিলিস্তিনি কর্তৃপক্ষকে যে রাজস্ব আয় প্রতিমাসে হস্তান্তর করা হয়ে থাকে সেটি স্থগিত করেছে ইসরায়েল। ইসরায়েলের কর্মকর্তাদের বরাত দিয়ে গতকাল শনিবার রাতে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বিবিসি।
প্রতিবেদনে বলা হয়েছে, আন্তর্জাতিক অপরাধ আদালত বা আইসিসির সদস্যপদের জন্য ফিলিস্তিন আবেদন করার একদিন পরে ইসরায়েল এই পদক্ষেপ নিলো।
ইসরায়েলের কর্মকর্তারা জানিয়েছেন, গত মাসে ফিলিস্তিনি কর্তৃপক্ষের পক্ষে ১২ কোটি ৭০ লাখ ডলার রাজস্ব আয় সংগ্রহ করা হয়েছে।
গত শুক্রবার আইসিসিতে যোগদানের জন্য কাগজপত্র জমা দেয় ফিলিস্তিন। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ও মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ফিলিস্তিনি কর্তৃপক্ষের এই উদ্যোগের বিরোধীতা করেছেন।
ফিলিস্তিনিদের পক্ষে ইসরায়েল প্রতিমাসে রাজস্ব সংগ্রহ করে থাকে এবং সংগৃহীত রাজস্ব থেকে প্রায় ১০ কোটি ডলার ফিলিস্তিনিদের হস্তান্তর করে। হস্তান্তরকৃত এই রাজস্ব আয় ফিলিস্তিনের মোট বাজেটের প্রায় দুই-তৃতীয়াংশ।
ইসরায়েলের সিদ্ধান্তের কারণে এখন সরকার পরিচালনার জন্য চলতি মাসের ১০ কোটি ডলার পাবে না ফিলিস্তিনি কর্তৃপক্ষ।
ফিলিস্তিনের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা সায়েব এরাকাত ইসরায়েলের সিদ্ধান্তকে ‘নতুন যুদ্ধাপরাধ’ হিসেবে বর্ণনা করেছেন। তিনি বলেন, ‘ইসরায়েল আবারো আমাদের আইনগত পদক্ষেপের প্রতিক্রিয়ায় বেআইনি উপায়ে সবাইকে শাস্তি দিচ্ছে।’
আন্তর্জাতিক অপরাধ আদালতে যোগ দিলে ফিলিস্তিনের জন্য ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ আনার পথ উন্মুক্ত হবে।