জুড়ীতে পুকুরে ডুবে শিশুর মৃত্যু
প্রকাশিত হয়েছে : ৩ জানুয়ারি ২০১৫, ৯:০৫ পূর্বাহ্ণ
পূর্বদিক ডেস্ক ::
মৌলভীবাজারের জুড়ী উপজেলার জাঙ্গিরা গ্রামে আশরাফফুর রহমান (৩) নামে এক শিশু আজ ৩ জানুয়ারি শনিবার সকাল ৮ ঘটিকায় পুকুরের পানিতে ডুবে মৃত্যু হয়েছে। তার বাবা হোটেল শ্রমিক জাকির হোসেন।
স্থানীয় সূত্রে জানা যায়, আশরাফুর রহমানের বাবা সকালে কাজে বেরিয়ে যায়। একপর্যায়ে মা পুকুরেঘাটে থালাবাসন ধুতে গেলে ছেলের লাশ ভেসে থাকতে দেখেন। পরে আশ-পাশের লোকজন তার লাশ পুকুর থেকে উদ্ধার করেন।
জুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (্ওসি) হামিদুর রহমান বলেন, এখনও পর্যন্ত তারা এ বিষয়ে কোনো খবর পাননি। খবর পেলে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।