আলহাজ হাফিয সাব্বির আহমদ
ঈদে মিলাদুন্নবী (সা.) পালনের মাধ্যমে ঈমানের পরিচয় ফুটে উঠে
প্রকাশিত হয়েছে : ৩ জানুয়ারি ২০১৫, ১২:৫৭ অপরাহ্ণ
লন্ডন সংবাদদাতা ::
আনজুমানে আল ইসলাহর কেন্দ্রীয় আন্তর্জাতিজ বিষয়ক সম্পাদক আলহাজ হাফিয সাব্বির আহমদ বলেছেন, আল্লাহর রাসুলের জন্মের আলোচনা বা মিলাদুন্নবী (সা.) উপলক্ষে যে সকল পূণ্যময় কর্মসূচির আয়োজন করা হয় তার বিনিময়ে আল্লাহ প্রত্যেককে অত্যন্ত বরকত দান করে থাকেন। যে স্থানে রাসুলের মিলাদ পড়া হয় সেই স্থানও বরকতময় হয়ে যায়। এ উপলক্ষে আয়োজিত র্যালী, আলোচনা সভা, শিরনী বিতরণ সবই অত্যন্ত পূণ্যের কাজ। প্রকৃতপক্ষে ঈদে মিলাদুন্নবী (সা.) শান শওকতের সাথে পালনের মাধ্যমে ঈমানের পরিচয় ফুটে উঠে।
তিনি বলেন আরো বলেন, ধর্মের অপব্যাখ্যা বা অজ্ঞতার কারণে অনেকেই একে বিদআত বা গোনাহের কাজ বলে আখ্যায়িত করে থাকেন। প্রকৃতপক্ষে মিলাদুন্নবীর মাহফিলে এমন কিছু করা হয় না যা শরীয়তে নিষেধ করা হয়েছে। শুধুমাত্র বিরোধিতার জন্য বিরোধিতা এমন ট্যান্ডেনসীর কারণেই একদল লোক এর বিরোধিতা করে থাকেন।
ফুলতলী ইসলামিক সেন্টারের প্রিন্সিপাল মাওলানা আবুল হাসানের সভাপতিত্বে গত ১ জানুয়ারি বৃটেনের ফুলতলী ইসলামিক সেন্টার কভেন্ট্রিতে ঈদে মীলাদুন্নবী (সা.) উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে একথাগুলো বলেন।
এ সময় উপস্থিত ছিলেন, আলহাজ জসিম উদ্দিন, মো. এমাদ উদ্দিন, মো. নাসিম খান, মো. খালেদ, মো. শাফিক, মো. গোলাম কিবরিয়া, মো. কামরুল হক, মো. মুজাহিদ খান প্রমুখ।
সভায় মিলাদ মাহফিল, কাসিদায়ে বুরদাহ পাঠ ও শিরণী বিতরণ করা হয়।