দশম জাতীয় সংসদের ৫ম অধিবেশন ১৯ জানুয়ারি
প্রকাশিত হয়েছে : ১ জানুয়ারি ২০১৫, ৭:৩৯ পূর্বাহ্ণ
পূর্বদিক ডেস্ক ::
দশম জাতীয় সংসদের ৫ম অধিবেশন আগামী ১৯ জানুয়ারি সোমবার বিকাল ৪টায় শুরু হবে। গতকাল রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে এ অধিবেশনের আহ্বান করেছেন। এটি হবে নতুন বছরের অর্থাৎ ২০১৫ সালের প্রথম অধিবেশন।
সংবিধান অনুযায়ি বছরের প্রথম অধিবেশন হিসাবে এ অধিবেশনে রাষ্ট্রপতি সরকারের কর্মকান্ড ও জাতীয় উন্নয়নের ভবিষ্যৎ দিকনির্দেশনামূলক ভাষণ দিবেন। সে হিসাবে এ অধিবেশন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ অধিবেশনে রাষ্ট্রপতির দেয়া ভাষণে আনীত ধন্যবাদ প্রস্তাবের ওপর সাধারণ আলোচনা অনুষ্ঠিত হবে। তাই, এ অধিবেশন দীর্ঘতর হওয়ার কথা রয়েছে। এছাড়াও এ অধিবেশনে আইন প্রণয়ন ছাড়াও বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যূতে আলোচনা অনুষ্ঠিত হবে।
সর্বশেষ গত ৩০ নভেম্বর বর্তমান সংসদের চতুর্থ অধিবেশন শেষ হয়। দশম জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন গত ১৩ নভেম্বর শুরু হয়। মোট ১০টি কার্যদিবসের এ অধিবেশনে ১০টি সরকারি বিলের মধ্যে ৭টি পাস হয়। এছাড়া ওই অধিবেশনে আইন প্রণয়ন সম্পর্কিত কাজ সম্পাদনের পাশাপাশি কার্যপ্রণালী বিধির ৭১ বিধিতে ৫শ’ টি নোটিশের মধ্যে ১৮টি নোটিশ গৃহীত হয় এবং গৃহীত নোটিশের মধ্যে ৬ টি সংসদে আলোচিত হয়। ৭১(ক) বিধিতে দুই মিনিটের আলোচিত নোটিশের সংখ্যা ছিল ১০৫টি । ওই অধিবেশনে প্রধানমন্ত্রীর সাউথ সাউথ কো-অপারেশন ভিশনারী এ্যাওয়ার্ড অর্জন করায় ১৪৭ বিধিতে ধন্যবাদ প্রস্তাব গৃহীত হয়।
এছাড়া স্পিকার শিরীন শারমিন চৌধুরী ও সংসদ সদস্য সাবের হোসেন চৌধুরী যথাক্রমে সিপিএ এবং আইপিইউর চেয়ারপার্সন ও সভাপতি নির্বাচিত হওয়ায় অনুরূপ ধন্যবাদ প্রস্তাব গ্রহণ করা হয়।
চতুর্থ অধিবেশনে প্রধানমন্ত্রীর উত্তর দানের জন্য সর্বমোট ১৩৬টি প্রশ্নের মধ্যে তিনি ১৭টি প্রশ্নের উত্তর দেন।