আফগানিস্তানে বিয়ের অনুষ্ঠানে রকেট হামলায় নিহত ২০, আহত ৪০
প্রকাশিত হয়েছে : ১ জানুয়ারি ২০১৫, ৯:২০ পূর্বাহ্ণ
পূর্বদিক ডেস্ক ::
আফগানিস্তানের দক্ষিণাঞ্চলীয় হেলমান্দ প্রদেশে এক বিয়ের অনুষ্ঠান চলাকালে রকেট হামলায় অন্তত ২০ জন নিহত হয়েছেন। এতে আরও ৪০ জন আহত হয়েছেন। হতাহতদের বেশিরভাগই নারী ও শিশু।
গতকাল বুধবার আফগান নিরাপত্তা বাহিনী ও তালেবান যোদ্ধাদের মধ্যে খণ্ডযুদ্ধ চলাকালে হামলাটি চালানো হয়। তবে হামলার বিষয়ে আফগান তালেবান এখনো কোনো মন্তব্য করেনি।
বাড়িটির মালিকের উদ্ধৃতি দিয়ে বিবিসি জানায়, হামলার সময় অথিতিরা বরকে স্বাগত জানাতে বাড়িটির সামনে অপেক্ষা করছিলেন। হামলায় তার ৯ সন্তান নিখোঁজ হয়েছেন বলে দাবি করেছেন ওই ব্যক্তি।
আফগান নিরাপত্তা বাহিনী মার্কিন বাহিনীর কাছ থেকে দেশের নিরাপত্তার দায়িত্ব গ্রহণের মাত্র একদিন আগে এ হামলার ঘটনা ঘটলো।
২০০১ সালে আফগানিস্তানে মার্কিন অভিযান শুরুর পর গত বুধবার ছিল এ অভিযানের শেষ দিন। নতুন বছরে দেশটির নিরাপত্তার দায়িত্ব নিয়েছে আফগান নিরাপত্তা বাহিনী। বর্তমানে আফগানিস্তানে থাকা স্বল্প সংখ্যক মার্কিন সেনা শুধু আফগান বাহিনীকে প্রশিক্ষণ ও নিরাপত্তা রক্ষার কাজে প্রয়োজনীয় সহায়তা করবে।
মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো বাহিনী ২০০১ সালে দেশটিতে অভিযান শুরুর পর একযুগের বেশি সময়কালে ২০১৪ সালই ছিল সবচেয়ে রক্তক্ষয়ী বছর। গত এক বছরে তালেবানের সঙ্গে সংঘর্ষে আফগান নিরাপত্তা বাহিনীর ৪ হাজার ৬ শ’ সদস্য নিহত হয়েছেন।