আন্তর্জাতিক অপরাধ আদালতের সদস্যপদের আবেদন করল ফিলিস্তিন
প্রকাশিত হয়েছে : ১ জানুয়ারি ২০১৫, ১২:০৮ অপরাহ্ণ
পূর্বদিক ডেস্ক ::
আন্তর্জাতিক অপরাধ আদালতের সদস্য পদ পাবার জন্য আনুষ্ঠানিকভাবে আবেদন করেছে ফিলিস্তিন।
সদস্য হতে পারলে ফিলিস্তিনি সরকার ইসরাইল কর্তৃক গাজা ও পশ্চিম তীরে যুদ্ধাপরাধের অভিযোগ তুলতে পারবে।
ইসরায়েলি দখলদারিত্ব অবসানের একটি প্রস্তাব নিরাপত্তা পরিষদ নাকচ করে দেয়ার পরে তারা এই আবেদন করল। তবে এই পদক্ষেপের সমালোচনা করে ইসরায়েল বলেছে, এর পাল্টা জবাব তারা দেবে, কারণ নিজেদের সেনাদের রক্ষার অধিকার তাদের আছে।
ফিলিস্তিনের আইসিসি সদস্য পদ পাবার প্রচেষ্টার সমালোচনা করে আসছিল যুক্তরাষ্ট্র ও ইসরাইল। প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস আবেদন জমা দেবার পর তারা আবারো এর সমালোচনা করেছে।
আবেদন করা হলেই যে ফিলিস্তিন সদস্যপদ পাবে, এমন নয়।
সংবাদদাতারা বলছেন, এটা মুলত রাজনৈতিক পদক্ষেপ, যা ফিলিস্তিনের প্রতিবাদেরই নমুনা হিসাবে দেখা হচ্ছে।