চীনে বন্ধ হয়ে গেল জিমেইল
প্রকাশিত হয়েছে : ৩০ ডিসেম্বর ২০১৪, ৮:৪৪ পূর্বাহ্ণ
বিজ্ঞান-প্রযুক্তি ডেস্ক ::
চীনে বন্ধ রয়েছে শীর্ষ সার্চ ইঞ্জিন গুগলের জিমেইল সেবা। গত শুক্রবার দেশটির বিপুল সংখ্যক জিমেইল ওয়েব অ্যাড্রেস বন্ধ করে দেয়া হয়েছে। গতকালও দেশটিতে জিমেইল সেবা ব্যবহার করা যাচ্ছিল না। সাম্প্রতিক এক প্রতিবেদনে এমনটাই জানায় অ্যান্টি-সেন্সরশিপ নিয়ে কাজ করা চীনা সংস্থা গ্রেটফায়ার ডটওআরজি। এজন্য চীনের ইন্টারনেট কার্যক্রম নিয়ন্ত্রণকারী সংস্থা গ্রেট ফায়ারওয়ালকে দায়ী করছে গ্রেটফায়ার ডটওআরজি। যেসব দেশ ইন্টারনেটের ওপর নিয়ন্ত্রণ আরোপ করছে, তার মধ্যে চীন অন্যতম। কয়েক মাস ধরেই চীনে গুগলের জিমেইল সেবাটিতে সমস্যা দেখা যাচ্ছিল। ধারণা করা হচ্ছে, এবার স্থায়ীভাবেই চীনে মার্কিন কোম্পানিটির ই-মেইল সেবা বন্ধ করা হয়েছে। তবে এ বিষয়ে কোনো পক্ষ থেকেই স্পষ্ট ধারণা দেয়া হয়নি।
এ বিষয়ে গুগলের পক্ষ থেকে জানানো হয়, তাদের পক্ষের সব বিষয়ই ঠিকঠাক রয়েছে। অর্থাৎ এখানে যান্ত্রিক ত্রুটির কোনো সম্ভাবনা নেই বলেই মনে করছেন বিশ্লেষকরা। তবে চীনা কর্তৃপক্ষ এখনো কোনো মন্তব্য করেনি।
মার্কিন কোম্পানিগুলোর ওপর চীন নিয়মিতই বিভিন্ন বিধিনিষেধ আরোপ করে আসছে। অনেক প্রতিষ্ঠান দেশটি থেকে তাদের ব্যবসাও গুটিয়ে নিয়েছে। কিন্তু গুগলের মতো শীর্ষস্থানীয় প্রতিষ্ঠানগুলো চীনের বড় বাজারে নিজেদের ব্যবসা টিকিয়ে রাখতে চেষ্টা করে যাচ্ছিল। এবার ধারণা করা হচ্ছে, চীনে গুগলের আধিপত্য কমাতে জিমেইল সেবাটি বন্ধ করে দেয়া হতে পারে।
চীনে জিমেইল সেবা বন্ধের সুদূরপ্রসারী প্রভাব পড়বে বলেই মনে করছেন সংশ্লিষ্টরা। কারণ যেসব চীনা নাগরিক দেশের বাইরে অবস্থান করছেন, তারাও এখন জিমেইল অ্যাকাউন্ট ব্যবহার থেকে সরে আসবেন। কারণ চীনে জিমেইলের ব্যবহার বন্ধের কারণে দেশে সেবাটির মাধ্যমে যোগাযোগ করা আর সম্ভব হবে না। এক্ষেত্রে চীনে যোগাযোগ করতে সব পক্ষই এখন জিমেইল ব্যবহার থেকে বিরত থাকবে। এতে করে গুগলের ই-মেইল সেবার সক্রিয় গ্রাহক সংখ্যা উল্লেখযোগ্য হারে হ্রাস পেতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।
এ বিষয়ে নাম প্রকাশ না করার শর্তে গ্রেটফায়ার ডটওআরজির এক সদস্য বলেন, ‘ধারণা করা হচ্ছে, চীন সরকার দেশে গুগলের আধিপত্য হ্রাসের পরিকল্পনা করছে। এতে করে মার্কিন প্রতিষ্ঠানটি চীনের বাজার থেকে তাদের ব্যবসা গুটিয়ে চলে যেতে বাধ্য হবে।’
এ বিষয়ে গুগলের এক মুখপাত্র বলেন, ‘গত শুক্রবার থেকেই চীনের ইন্টারনেট ট্রাফিকে বড় ধরনের পরিবর্তন লক্ষ করা যাচ্ছে। তবে আমাদের পক্ষের সব বিষয়ই ঠিক রয়েছে।’
চলতি বছরের জুন থেকেই গুগলের অধিকাংশ সেবা চীনে বন্ধ হতে শুরু করে। কিন্তু জিমেইল আংশিকভাবে দেশটিতে চালু ছিল। গ্রাহকরা আইএমএপি, এসএমটিপি ও পিওপিথ্রির মতো বিশেষ প্রটোকলের মাধ্যমে জিমেইল সেবাটি ব্যবহার করতেন। কিন্তু এখন থেকে এ বিশেষ প্রটোকল ব্যবহার করেও চীনা নাগরিকরা জিমেইল সেবা ব্যবহার করতে পারবেন না।
সাম্প্রতিক সময়ে চীন নিজেদের প্রযুক্তি কোম্পানিগুলোর উন্নয়নের জন্য বিদেশি প্রতিষ্ঠানগুলোকে নিরুৎসাহিত করতে শুরু করেছে বলে মনে করছেন বিশ্লেষকরা। বিশেষ করে নজরদারির করছে— এ সন্দেহে মার্কিন কোম্পানিগুলোর ওপর ধীরে ধীরে আস্থা হারাচ্ছে চীন সরকার।
তবে এ ধরনের প্রবণতার কথা একেবারেই অস্বীকার করে আসছে চীনা কর্তৃপক্ষ। এমনকি গুগলের জিমেইল সেবা বন্ধের বিষয়েও তারা কিছু জানেন না বলেই জানিয়েছেন। এ বিষয়ে চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের হুয়া চুনইং বলেন, ‘আমরা জিমেইল সেবা বন্ধের বিষয়ে কিছুই জানি না।’ বিদেশি প্রতিষ্ঠানগুলোকে চীনে বিনিয়োগের বিষয়ে উত্সাহিত করা হয় বলেও মন্তব্য করেন তিনি।