কুলউড়ায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ
প্রকাশিত হয়েছে : ২৯ ডিসেম্বর ২০১৪, ৬:৫৬ পূর্বাহ্ণ
কুলাউড়া প্রতিনিধি ::
মৌলভীবাজারের কুলউড়া উপজেলার ব্রাহ্মণবাজারের নওয়াগ্রামের যুক্তরাজ্য প্রবাসী বিশিষ্ট কমিউনিটি নেতা মুহাম্মদ আলাউদ্দিনের পরিবারের উদ্যোগে ও ব্রাহ্মণবাজার ইসলামী সমাজ কল্যাণ পরিষদের আয়োজনে গতকাল ২৯ ডিসেম্বর রোববার দুপুরে ব্রাহ্মণবাজার এমএনএচ কমিউনিটি সেন্টারের সামনে তিন শতাধীক অসহায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন লন্ডন প্রবাসী বিশিষ্ট কমিউনিটি নেতা মুহাম্মদ আলাউদ্দিন , বিশিষ্ট রাজনীতিবিদ রেজানুরহিম ইফতেখার, বিশিষ্ট ব্যবসায়ী নজিবুর রহমান , হাজী আব্দুল মছব্বির, মাওলানা আব্দুস শহীদ, মাওলানা দেলুয়ার উদ্দিন, প্রবাসী জসীম উদ্দিন, মাওলানা হাসান আলী, লুৎফুর রহমান, মেহেদী হাসান, হাফিজ মাওলানা আব্দুল আজিজ , মিজানুর রহমান নিজাম, ইমরান হোসেন ও নাজিম আহমদ প্রমুখ।