সুনামগঞ্জে আড়াইশ দরিদ্র পরিবারের মধ্যে কম্বল বিতরণ
প্রকাশিত হয়েছে : ২৮ ডিসেম্বর ২০১৪, ১০:২৭ পূর্বাহ্ণ
পূর্বদিক ডেস্ক ::
সুনামগঞ্জে আড়াইশ দরিদ্র পরিবারের মধ্যে কম্বল বিতরণ করেছে জেলা রেডক্রিসেন্ট সোসাইটি।
গতকাল ২৭ ডিসেম্বর শনিবার বেলা সাড়ে ১০টায় জেলা রেডক্রিসেন্ট সোসাইটির কালিবাড়ি এলাকার কার্যালয় প্রাঙ্গণে এ কম্বল বিতরণ করা হয়।
এইচএসবিসি ব্যাংকের সহযোগিতায় শীতার্তদের মধ্যে কম্বল বিতরণ করেন-সুনামগঞ্জের জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন-জেলা আ.লীগের জেষ্ঠ্য সহ-সভপাতি অ্যাড. আপ্তাব উদ্দিন, জেলা রেডক্রিসেন্ট সোসাইটির সাধারণ সম্পাদক অ্যাড. পীর মতিউর রহমান ও এইচএসবিসি ব্যাংকের শাখা ব্যবস্থাপক সুমনুজ্জামান প্রমুখ।
জেলা রেডক্রিসেন্ট সোসাইটির সাধারণ সম্পাদক অ্যাড. পীর মতিউর রহমান জানান, প্রতিটি পরিবারে দু’টি করে আড়াইশত পরিবারের মধ্যে এ কম্বল বিতরণ করা হয়।