সিলেট-ফেঞ্চুগঞ্জ সড়কের সম্প্রসারণ ও সংস্কার কাজ উদ্বোধন
প্রকাশিত হয়েছে : ২৮ ডিসেম্বর ২০১৪, ৮:২১ পূর্বাহ্ণ
পূর্বদিক ডেস্ক ::
সিলেট-৩ আসনের সাংসদ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সদস্য মাহমুদ উস সামাদ চৌধুরী বলেছেন, সিলেট-৩ নির্বাচনী এলাকার দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জ একাংশে আওয়ামীলীগ সরকারের আমলে যে উন্নয়ন হয়েছে অতীতে আওয়ামী লীগ ব্যতীত অন্য কোন সরকার তা করতে পারেনি। তা সম্ভব হয়েছে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার আন্তরিকতার কারণে। আমি এই নির্বাচনী এলাকার একজন জনপ্রতিনিধি হিসেবে মানুষের সেবা করে যাচ্ছি। আমি একজন সেবক হিসেবে জনগণের কাজ করে যেতে চাই।
এমপি মাহমুদ উস সামাদ চৌধুরী গতকাল ২৭ ডিসেম্বর শনিবার দুপুরে ৫ কোটি ১৮ লাখ টাকা ব্যয়ে সিলেট-ফেঞ্চুগঞ্জ সড়কের সম্প্রসারণ ও সংস্কার কাজের উদ্বোধনকালে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
স্থানীয় কটালপুর বাজার প্রাঙ্গণে উত্তর কুশিয়ারা ইউনিয়ন আ’লীগ সভাপতি নুরুল ইসলাম পংকির সভাপতিত্বে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আব্দুল আউয়াল কয়েসের পরিচালনায় আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সড়ক ও জনপথ বিভাগের সিলেট জোনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী ইফতেখার কবির, সিলেট সার্কেল তত্ত্বাবধায়ক প্রকৌশলী সুবোধ কুমার সরকার, সিলেট সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী শেখ মনিরুল ইসলাম ও উপবিভাগীয় প্রকৌশলী রিতেশ বড়ুয়া, পল্লী বিদ্যুৎ সমিতি সিলেট-১ এর জেনারেল ম্যানেজার মাহবুবুল আলম, উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক আব্দুল বাছিত টুটুল।