বহিরাগত সন্ত্রাসী হামলায় সিলেটে মুসলিম সাহিত্য সংসদের নির্বাচন পণ্ড
প্রকাশিত হয়েছে : ২৮ ডিসেম্বর ২০১৪, ৮:০৪ পূর্বাহ্ণ
পূর্বদিক ডেস্ক ::
সন্ত্রাসী হামলায় পণ্ড হয়েছে দেশের অন্যতম প্রাচীন ঐতিহ্যবাহী সাহিত্য প্রতিষ্ঠান কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের নির্বাচন। ককটেল ফাটিয়ে আতংক সৃষ্টি করে লুট করে নেয়া হয়েছে দুটি ব্যালট বাক্স। ভাংচুর করা হয়েছে সুদৃশ্য ভবনের গ্লাস ও আসবাবপত্র। গতকাল ২৭ ডিসেম্বর শনিবার বেলা আড়াইটার দিকে ভোটগ্রহণ চলা অবস্থায় কিছু বহিরাগত সন্ত্রাসী এ তাণ্ডব চালায়। হামলায় আহত হয়েছেন প্রার্থীসহ অন্তত ২০ জন। ভাঙচুর করা হয়েছে ২০/২৫টি যানবাহন। নির্বাচন স্থগিত ঘোষণা করা হয়েছে।
দ্রুতই পুনরায় ভোট গ্রহণের তারিখ ঘোষণা করা হবে বলে জানিয়েছেন সাহিত্য সংসদ নির্বাচন পরিচালনা কমিটি। প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর সোয়া ২টার দিকে নগরীর সিভিল সার্জনের কার্যালয়ের সামনে জড়ো হয় অর্ধশতাধিক যুবক। দেশের চলমান রাজনৈতিক কর্মসূচির অংশ নিতে তারা জড়ো হচ্ছে এমনটাই ধারণা ছিল সকলের। তবে ঠিক ২টা ২০ মিনিটে সংসদ ভবনের বাইরে ককটেল ফাটিয়ে আতংক সৃষ্টি করে। এরপর ভেতরে ঢুকে তাণ্ডব চালাতে থাকে সন্ত্রাসীরা। মুহুর্মুহু ককটেল বিস্ফোরণের ফলে আতংক ছড়িয়ে পড়ে। এরপর সন্ত্রাসীরা শহীদ সোলেমান হলে স্থাপিত ভোট কেন্দ্রে হামলা চালায়। তখন আ.লীগের সাবেক সংসদ সদস্য সৈয়দা জেবুন্নেসা হক, সুপ্রীম কোর্টের প্রবীণ আইনজীবী এড. তবারক হোসেনসহ অন্যান্য সদস্যরা ভোট দিচ্ছিলেন।
এরপর স্লোগান দিতে দিতে ব্যালট বাক্স দু’টি নিয়ে আম্বরখানার দিকে চলে যায়। অপরদিকে সন্ত্রাসীরা হামলা চালিয়ে এলোপাথাড়ি গুলিবর্ষণ করতে থাকে। সংসদ প্রাঙ্গণে রাখা ভোটারদের অন্তত ৩০টি মোটরসাইকেল ভাঙচুর করে। এতে আহত হন সংসদের ২০ জন পৃষ্ঠপোষক ও জীবন সদস্য। হামলাকারীরা বেরিয়ে যাওয়ার সময় দরগাহ গেইট এলাকার বেশকটি দোকানপাটে হামলা চালিয়ে নগদ অর্থ লুট করে নিয়ে যায়।
এদিকে সকাল থেকেই সংসদ ভবনে পুলিশ মোতায়েন ছিল। পুলিশের সামনেই চলে সন্ত্রাসীদের তাণ্ডব। তখন মহিলা পুলিশ সদস্যরা ভবনের নামাজ কক্ষে আশ্রয় নেন। ঘটনার পরপরই একদল পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।
অন্যদিকে ব্যালট বাক্স ছিনিয়ে নেয়ার পর নির্বাচন কমিশনার উভয় প্যানেলের প্রার্থী ও স্বতন্ত্র প্রার্থীদের নিয়ে তাৎক্ষনিক এক সভায় মিলিত হন। সভায় বহিরাগতদের হামলার প্রতিবাদ ও নিন্দা জানিয়ে প্রতিদ্বন্দ্বীতাকারী প্রার্থী অধ্যক্ষ মাসউদ খান, লায়েক আহমদ নোমান, শাববীর জালালাবাদী, আবদুল গফফার দিলীপ, আব্দুস সামাদ নজরুল, দেওয়ান মাহমুদ রাজা চৌধুরী, এড. কামাল তৈয়ব, মুহিত চৌধুরী, আহমদ মাহবুব ফেরদৌস, আব্দুল্লাহ আল মামুন, এড. আব্দুল মুকিত অপি, নাজমুল আনসারী প্রমুখ বক্তব্য রাখেন। সকল বক্তাই বহিরাগত দুর্বৃত্তদের হামলার নিন্দা জানান এবং শীঘ্রই পুনরায় ভোট গ্রহণের দাবি জানান। প্রার্থীদের মতামত নিয়েই নির্বাচন স্থগিত ঘোষণা করেন নির্বাচন কমিশনার ও সিলেট প্রেসক্লাবের সাবেক সভাপতি মুকতাবিস উন নূর, সদস্য ও সিলেট জেলা বারের সাবেক সভাপতি এডভোকেট ই ইউ শহীদুল ইসলাম শাহীন ও সদস্য আয়কর উপদেষ্টা হাসনু চৌধুরী।
প্রার্থীদের দাবির প্রেক্ষিতে অচিরেই ভোট গ্রহণের নতুন তারিখ ঘোষণা করা হবে বলে জানান তারা।
সংসদের সাধারণ সম্পাদক আবদুল হামিদ মানিক জানান, সাহিত্য সংসদের পক্ষ থেকে সংসদের প্রশাসনিক কর্মকর্তা আলাউদ্দিন আহমদ বাদী হয়ে কোতোয়ালী থানায় লিখিত এজাহার দাখিল করেছেন। এ বিষয়ে সিলেট মেট্রোপলিটন পুলিশের এডিসি মিডিয়া রহমতুল্লাহ জানান, বেলা আড়াইটার দিকে কতিপয় লোক ভোটকেন্দ্রে আকস্মিক হামলা চালায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এসময় ব্যালট বাক্স ছিনতাইয়ের ঘটনা ঘটে বলে জানান তিনি।