কমলগঞ্জে স’মিল শ্রমিক সংঘের সভা
সরকার ঘোষিত নিম্নতম মজুরি ও শ্রম আইন বাস্তবায়নের দাবি
প্রকাশিত হয়েছে : ২৭ ডিসেম্বর ২০১৪, ১০:২৪ পূর্বাহ্ণ
কমলগঞ্জ সংবাদদাতা ::
স’মিল শ্রমিক সংঘ কমলগঞ্জ উপজেলা কমিটির এক সভায় স’মিল সেক্টরে সরকার ঘোষিত নিম্নতম মজুরির গেজেট কার্যকর এবং ৮ ঘণ্টা কর্মদিবস, নিয়োগপত্র, পরিচয় পত্রসহ শ্রম আইন বাস্তবায়ন করার দাবি জানান।
২৬ ডিসেম্বর বিকেলে কমলগঞ্জ উপজেলার ভানুগাছ বাজারে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন স’মিল শ্রমিক সংঘ কমলগঞ্জ উপজেলা কমিটির সভাপতি মো. ফরিদ মিয়া। উপজেলা কমিটির সাধারণ সম্পাদক মো. মোস্তাক মিয়ার পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স’মিল শ্রমিক সংঘ সিলেট বিভাগ কমিটির সাধারণ সম্পাদক রুহুল আমিন ও বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ মৌলভীবাজার জেলা কমিটির সাধারণ সম্পাদক রজত বিশ্বাস। সভায় বক্তব্য রাখেন স’মিল শ্রমিক সংঘ কমলগঞ্জ উপজেলা কমিটির সহ-সভাপতি মজিদ মিয়া, কোষাধ্যক্ষ ফটিক মিয়া, প্রচার সম্পাদক রমজান আলী, সদস্য বাছিদ মিয়া, ছালামত মিয়া, নওশাদ মিয়া, জাহাঙ্গীর হোসেন, মাখন মিয়া, আনসার মিয়া, আবাছ মিয়া।
সভায় বক্তারা বলেন, দীর্ঘ আন্দোলন-সংগ্রামের পর সরকার গত ২৫ সেপ্টেম্বর স’মিল সেক্টরের শ্রমিকদের জন্য নিম্নতম মজুরির গেজেট প্রকাশ করেছেন। যদিও ঘোষিত মজুরি বর্তমান বাজারদরের সাথে সংগতিপূর্ণ নয়, তারপরও স’মিল মালিকরা সরকার ঘোষিত নিম্নতম মজুরির চেয়ে আরও কম মজুরি দিচ্ছেন। শুধু তাই নয় স’মিল শ্রমিকরা দেশের প্রচিলত শ্রম আইনের সকল সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত।
বক্তারা সরকার ঘোষিত নিম্নতম মজুরির গেজেট কার্যকর, শ্রমিকদের জন্য রেশনিং চালু, ৮ ঘণ্টা কর্মদিবস, নিয়োগ পত্র, পরিচয় পত্রসহ শ্রম আইন বাস্তবায়ন, কর্মক্ষেত্রে নিরাপত্তা ও কাজের পোষাক প্রদান, শ্রীমঙ্গলে স্থায়ী শ্রম আদালত ও যুগ্ম-শ্রম পরিচালকের কার্যালয় স্থাপন করার দাবি জানান।