সুন্দরী গাছ থেকে ডায়াবেটিসের ওষুধ তৈরি!
প্রকাশিত হয়েছে : ২৫ ডিসেম্বর ২০১৪, ১১:০৭ পূর্বাহ্ণ
সুন্দরবনের সুন্দরী গাছ থেকে তৈরি হতে চলেছে ডায়াবেটিসের ওষুধ। ডায়াবেটিস চিকিৎসায় প্রচলিত ওষুধের সঙ্গে এই ওষুধ যোগ করলে দ্রুত রোগ সেরে যাবে।
বিশ্ব ঐতিহ্য সুন্দরবন যখন বিপন্নের খাতায় নাম লেখাতে চলেছে, তখন এই ম্যানগ্রোভ বনের উদ্ভিদের অপার সম্ভাবনা আবারও সামনে চলে এল।
কলকাতার বিখ্যাত আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের ফার্মাকোলজিক্যাল বিভাগের গবেষণায় এই ওষুধ তৈরি হচ্ছে। ২০১০ সাল থেকে প্রায় চার বছর ধরে চলা গবেষণার পর চিকিৎসাবিজ্ঞানীরা ডায়াবেটিসের ওষুধ হিসেবে সুন্দরী গাছের ব্যবহারে সফল হয়েছেন।
এই প্রকল্পের মূল গবেষক ডা. অঞ্জন অধিকারী জানিয়েছেন, সুন্দরী গাছের শ্বাসমূলে ‘ফ্ল্যাভোনয়েরস’ নামে এক ধরনের রাসায়নিক পদার্থের সন্ধান পাওয়া গেছে। সুগার নিয়ন্ত্রণে রাখতে এটি সফলভাবে কাজ করে। পরীক্ষা-নিরীক্ষা ও প্রাণিদেহে প্রয়োগের মাধ্যমে তা নিশ্চিত হওয়া গেছে।
এই গবেষণার ফলাফল বেশ কয়েকটি আন্তর্জাতিক জার্নালে প্রকাশিত হয়েছে। সব ঠিকঠাক থাকলে ভারতেই ডায়াবেটিসের নতুন ওষুধ বাজারজাত করা সম্ভব হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন ডা. অঞ্জন অধিকারী।
তথ্যসূত্র : টাইমস অব ইন্ডিয়া অনলাইন।