ব্যবসায়ীকে নির্যাতনের প্রতিবাদে ভানুগাছ বাজারের ব্যবসা প্রতিষ্ঠান অনির্দিষ্টকালের জন্য বন্ধের ঘোষণা
প্রকাশিত হয়েছে : ২০ ডিসেম্বর ২০১৪, ৫:১৭ পূর্বাহ্ণ
কমলগঞ্জ প্রতিনিধি ::
মৌলভীবাজারের কমলগঞ্জে দুই সেলুন ব্যবসায়ীকে ধরে থানায় নিয়ে নির্যাতনের অভিযোগে অনির্দিষ্টকালের জন্য ভানুগাছ বাজারের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখান ঘোষণা দিয়েছে পৌর বণিক কল্যাণ সমিতি। অভিযোগের ভিত্তিতে তদন্ত ছাড়াই গতকাল ১৯ ডিসেম্বর শুক্রবার বিকাল ৪টায় উপজেলার পৌরসভার ভানুগাছ বাজারের দুই সেলুন ব্যবসায়ীকে ধরে থানায় নিয়ে নির্যাতন করা হয়েছে।
পৌর বণিক কল্যাণ সমিতির সহ-সভাপতি আশরাফুর ইসলাম অভিযোগ করে বলেন, গত তিন দিন পূর্বে নরসিংদীর এক কাপড়ের ফেরিওয়ালার নগদ ১৭ হাজার টাকাসহ কাপড়ের একটি গাইড ভানুগাছ রেলওয়ে স্টেশন রোড থেকে ছিনিয়ে নেওয়া হয়েছে বলে ভানুগাছ বাজারের দুই সেলুন ব্যবসায়ীকে আসামী করে কমলগঞ্জ থানায় অভিযোগ করেন। পরে এ অভিযোগের ভিত্তিতে পুলিশ কোন প্রকার তদন্ত ছাড়াই সেলুন ব্যবসায়ী আনন্দ ঋষি (২৩) ও পলাশ ঋষি (২৫)কে ধরে নিয়ে থানায় আমানবিকভাবে নির্যাতন করে।
এ খবর শুনে ভানুগাছের ব্যবসায়ীদের মাঝে উত্তেজনার সষ্টি হয়। উত্তেজিত ব্যবসায়ীদের দাব অবিলম্বে দুই ব্যবসায়ীকে ছেড়ে দিয়ে ও আমানবিক নির্যাতনের সুবিচার চেয়ে বণিক কল্যাণ সমিতির পক্ষে অনির্দিষ্টকালের জন্য ব্যবসা প্রতিষ্ঠান বন্ধের ঘোষণা দিয়ে মাইকিং করিয়েছেন ব্যবসায়ীরা।
তিনি আরো বলেন, শুক্রবার সন্ধ্যার সময় অভিযোগকারী কাপড় ব্যবসায়ী ব্যবসায়ী নেতা হিসাবে তাকে ঘটনাস্থল দেখিয়ে দিতে গিয়ে আকস্মিকভাবে পালিয়ে গেছেন। পৌর বণিক কল্যাণ সমিতির নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন নেতা অভিযোগ করে বলেন, থানার একজন উপ-পরিদর্শকের আত্মীয় অভিযোগকারী কাপড় ব্যবসায়ী পুলিশি ক্ষমতা দেখাতে গিয়ে অন্যায়ভাবে দুইজন ব্যবসায়ীকে ধরে নিয়ে থানায় এভাবে নির্যাতন করা হয়েছে। কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক বলেন, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে দুই সেলুন ব্যবসায়ীকে থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তিনি আরও বলেন, ধরে আনা ব্যবসায়ীদের কোন প্রকার নির্যাতন করা হয়নি। তবে অভিযোগকারী কাপড় ব্যবসায়ীকে খুঁজে পাওয়া যাচ্ছে না বলে তিনি জানান।