দক্ষিণ সুনামগঞ্জে সংঘর্ষে আহত ২৫
প্রকাশিত হয়েছে : ২০ ডিসেম্বর ২০১৪, ৭:৪৬ পূর্বাহ্ণ
পূর্বদিক ডেস্ক ::
সুনামগঞ্জের দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার পাথারিয়া ইউনিয়নের নতুন জাহানপুর গ্রামের জমির সীমানা নিয়ে দু’পক্ষের সংঘর্ষে চার সহোদরসহ ২৫ জন আহত হয়েছেন।
গতকাল ১৯ ডিসেম্বর শুক্রবার সকাল ১১টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
গুরুতর আহত চার ভাই নাজিম (৪৫), নিজাম (৪০), জসিম (৩৫) ও জয়েন উদ্দিনসহ (৩০) পাঁচজনকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ও অন্যান্য আহতদের সুনামগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
দক্ষিণ সুনামগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল মকিত চৌধুরী বিষয়টি নিশ্চিত করে জানান, উপজেলার নতুন জাহানপুর গ্রামের নাজিম উদ্দিন ও একই গ্রামের আব্দুল কুদ্দুছের মধ্যে জমির সীমানাসহ গ্রাম্য বিভিন্ন বিষয় নিয়ে বিরোধ চলে আসছিল। এর জের ধরে সকালে গ্রামের পাশের হাওরে জমির সীমানা নিয়ে উভয়পক্ষের লোকজনের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। পরে তারা সংঘর্ষে জড়িয়ে পড়েন। এসময় উভয়পক্ষের ২৫ জন আহত হন।
এসআই আরো জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।