গাজায় আবার বিমান হামলা চালিয়েছে ইসরাইল
প্রকাশিত হয়েছে : ২০ ডিসেম্বর ২০১৪, ৯:৪৮ পূর্বাহ্ণ
পূর্বদিক ডেস্ক ::
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় আবার বিমান হামলা চালিয়েছে ইসরাইল। তার আগে ইসরাইলি সেনারা গাজার উত্তরাঞ্চলীয় জাবালিয়া শহরে ফিলিস্তিনিদের ওপর গুলি চালায়। এতে ছয় ফিলিস্তিনি আহত হয়েছেন।
গত শুক্রবার রাতে গাজার খান ইউনুস শহরের একটি এলাকায় বোমা বর্ষণ করে ইসরাইল। এ হামলার পর গাজা থেকে কোনো জবাব দেয়া হয়েছে কিনা তা এখনো স্পষ্ট নয়। তবে হামাস ও জিহাদ আন্দোলন বলছে- ইসরাইল নতুন করে কোনো রকমের হামলা চালালে তার জবাব হবে ভয়াবহ। সম্প্রতি হামাস নেতারা এও বলেছেন, হামাসের হাতেই ইসরাইলের ধ্বংস হবে।
গত আগস্ট মাসে ইহুদিবাদী ইসরাইলের বর্বর আগ্রাসনের অবসানের পর এই প্রথম গাজায় বিমান হামলা চালালো তেলআবিব। মিশরের রাজধানী কায়রোয় ফিলিস্তিন ও ইসরাইলের সমঝোতার পর আগস্ট মাসে ৫০ দিনের ওই আগ্রাসন বন্ধ করে যুদ্ধবাজ বেনিয়ামিন নেতানিয়াহুর অবৈধ সরকার।
তবে যেসব শর্তের ভিত্তিতে গাজা আগ্রাসন বন্ধ হয়েছিল তা এখনো বাস্তবায়ন করা হয় নি। এছাড়া, ইসরাইল-ফিলিস্তিন পূর্ণাঙ্গ আলোচনাও হয়নি। যার কারণে গাজার পুনর্গঠন কাজ বন্ধ রয়েছে এবং গাজার ওপর থেকে অবরোধ তুলে নেয়নি ইসরাইল।