‘দি ইন্টারভিউ’ মুক্তির আগেই সনি পিকচার্সের ওপর সাইবার হামলা
প্রকাশিত হয়েছে : ১৯ ডিসেম্বর ২০১৪, ৭:২৪ পূর্বাহ্ণ
পূর্বদিক ডেস্ক ::
সনির ওপর সাইবার হামলাকে জাতীয় নিরাপত্তা ইস্যু বলে বর্ণনা করেছে মার্কিন যুক্তরাষ্ট্র।
উত্তর কোরিয়ার নেতা কিম জং উনকে হত্যা করা হয়েছে এমন কল্পকাহিনির ওপর নির্মিত সনি পিকচার্সের একটি হাস্যরসাত্বক সিনেমা নির্মাণের পর সনি কোম্পানির বহু তথ্য হ্যাক করা হয়।
হ্যাকাররা হুমকি দেয় এ সিনেমাটি প্রদর্শন করা হলে পরিণামে আরও সহিংসতা হতে পারে। এসব হুমকির মুখে এবং কোন সিনেমা হল সিনেমাটি প্রদর্শন করতে রাজি না হওয়ায় সনি আগামী সপ্তাহে সিনেমাটি মুক্তি দেওয়ার সিদ্ধান্ত বাতিল করেছে।
হোয়াইট হাউজ বলছে সনি পিকচার্সের ওপর সাইবার হামলা একটি ভয়াবহ জাতীয় নিরাপত্তার বিষয়। তারা বলছে তথ্য প্রমাণ দেখাচ্ছে এই হামলা অসৎ উদ্দেশ্য নিয়ে করা হয়েছে। তবে সেখানে উত্তর কোরিয়ার নাম উল্লেখ করা হয়নি। এই সাইবার হামলার সাথে উত্তর কোরিয়ার কোন যোগসূত্র আছে কিনা তা তদন্ত করে দেখছে এফবিআই।
হোয়াইট হাউজের মুখপাত্র জস আর্নেস্ট বলেছেন, এটা এমন এক ঘটনা যেটাকে ভয়াবহ জাতীয় নিরাপত্তার ইস্যু হিসেবে দেখা হচ্ছ।
বিচার বিভাগ এবং এফবিআই এর তদন্তকারী এজেন্সিগুলো বিষয়টির দায়িত্ব নিয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
উত্তর কোরিয়ার পরিস্থিতি নিয়ে দি ইন্টারভিউ নামে একটি হাস্যারসাত্বক সিনেমা তৈরি করি সনি। সেখানে দেখানোও হয় দেশটির নেতা কিম জন উনকে হত্যা করা হয়েছে।
তবে সিনেমাটির মুক্তির আগেই হ্যাকাররা সনির কম্পিউটার নেটওয়ার্ক ঢুকে অনেক গুরুত্বপূর্ণ তথ্য হ্যাক করে। সাথে হুমকি দেয় সিনেমাটি মুক্তি দেওয়া হলে আরও সহিংসতা হতে পারে।
তাছাড়া মার্কিন যুক্তরাষ্ট্রের কোন সিনেমা হল সিনেমাটি দেখাতে আগ্রহ প্রকাশ করেনি। এ অবস্থায় সনি কোম্পানি আগামী সপ্তাহে সিনেমাটি মুক্তি দেওয়ার যে পরিকল্পনা ছিল তা আপাতত বাতিল করেছে।