৩৪তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ
প্রকাশিত হয়েছে : ১৮ ডিসেম্বর ২০১৪, ৯:০১ পূর্বাহ্ণ
পূর্বদিক ডেস্ক ::
৩৪তম বিসিএস লিখিত পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে।
আজ বৃহস্পতিবার দুপুরে বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনের পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) আ. ই. ম. নেছার উদ্দিন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বৃহস্পতিবার দুপুর ২টায় ৩৪তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। এতে ৯ হাজার ৮২২ জন উত্তীর্ণ হয়েছেন।
ফলাফল দেখতে
সরকারি কর্ম কমিশনের ওয়েবসাইটে (www.bpsc.gov.bd) এ ফল পাওয়া যাচ্ছে।
এছাড়া টেলিটক বাংলাদেশ লিমিটেডের মাধ্যমে এসএমএস করেও ফলাফল জানা যাবে। এক্ষেত্রে BCS 34 < space> Registration Number লিখে এসএমএস পাঠাতে হবে ১৬২২২ নম্বরে। ফিরতি ম্যাসেজে পাওয়া যাবে ফলাফল।