পাকিস্তানে বিমান হামলায় ৫৭ তালেবান জঙ্গি নিহত
প্রকাশিত হয়েছে : ১৮ ডিসেম্বর ২০১৪, ৬:৩৬ পূর্বাহ্ণ
পূর্বদিক ডেস্ক ::
পাকিস্তানের পোশোয়ারে সামরিক বাহিনী পরিচালিত একটি স্কুলে তালেবানি হত্যাযজ্ঞের পর পাকিস্তানি সামরিক বাহিনীর বিমান হামলায় ৫৭ তলেবান জঙ্গি নিহত হয়েছে।
গতকাল ১৭ ডিসেম্বর বুধবার পাকিস্তানের খাইবার অঞ্চলের তালেবান অধ্যুষিত তিরাহ এলাকায় তালেবান বিমান হামলা পরিচালনা করে দেশটির সামরিক বাহিনী।
সামরিক বাহিনীর মুখপাত্র আসিম বাজওয়া এ খবর সংবাদ মাধ্যমকে নিশ্চিত করেন।
তিনি জানান, পোশোয়ারে স্কুলে নৃশংস হত্যাযজ্ঞের জড়িত তালেবানদের ওপর বিমান হামলা পরিচালনা করা হচ্ছে। অভিযানে এ পর্যন্ত ৫৭ তালেবান জঙ্গি নিহত হয়েছে।
অভিযান এখনও অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।
পাকিস্তানের সামরিক বাহিনীর প্রধান রাহীল শরীফ তালেবান অধ্যুষিত অঞ্চলে সামরিক অভিযান পর্যবেক্ষণ করছেন বলেও জানান সামরিক বাহিনীর ওই মুখপাত্র।