মৌলভীবাজারে গভীর শ্রদ্ধা-ভালোবাসায় বিজয় দিবস উদযাপিত
প্রকাশিত হয়েছে : ১৭ ডিসেম্বর ২০১৪, ৫:১৩ পূর্বাহ্ণ
পূর্বদিক ডেস্ক, কমলগঞ্জ, বড়লেখা প্রতিনিধি ::
মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা ও ভালোবাসা এবং মানবতাবিরোধী অপরাধীদের বিচার দ্রুত সম্পন্ন করার দাবির মধ্য দিয়ে গতকাল ১৬ ডিসেম্বর মঙ্গলবার সারা দেশের মতো মৌলভীবাজার জেলায়ও মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠন এবং স্থানীয় প্রশাসনের উদ্যোগে নানা কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচির মধ্যে ছিল জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, সরকারি কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন, শহীদ মুক্তিযোদ্ধাদের স্মরণে নির্মিত স্মৃতিসৌধে শ্রদ্ধাঞ্জলি, শোভাযাত্রা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। বিজয় দিবসে মৌলভীবাজার প্রেসক্লাব, মুক্তিযোদ্ধা সংসদ, পৌরসভা, থানা পুলিশ, বাংলাদেশ আ’লীগ, যুবলীগ, ছাত্রলীগ, বিএনপি, যুবদল, ছাত্রদল, আল ইসলাহ, তালামীয, উদীচী শিল্পীগোষ্ঠী ও সাংস্কৃতিক ইউনিয়নসহ বিভিন্ন সামাজিক, রাজনৈতিক, সংস্কৃতিক, পেশাজীবী সংগঠন, সংস্থা ও শিক্ষা-প্রতিষ্ঠানের পক্ষ থেকে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস পালন করা হয়।
আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর:
কমলগঞ্জ
কমলগঞ্জ উপজেলায় কেন্দ্রীয় শহীদ মিনার, শমশেরনগর শহীদ মিনারসহ বিভিন্ন শহীদ মিনারে পুষ্পার্পণের মাধ্যমে ৪৪তম বিজয় দিবসের কর্মসূচি শুরু হয়। সূর্যোদয়ের সাথে সাথে উপজেলা প্রশাসনসহ বিভিন্ন সরকার ও বেসরকার প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক, রাজনৈতিক, ক্রীড়া সংগঠনের কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন করা হয় এবং সকাল সাড়ে ছয়টায় উপজেলার শমশেরনগর ও দেওড়াছড়া বধ্যভূমি ও সকাল সাড়ে সাতটায় কামুদপুরে শহীদ চার মুক্তিযোদ্ধার সমাধিস্থলে পুষ্পার্পণ করা হয়েছে। পরে সকাল সোয়া আটটায় ধলই সীমান্তে বীর শ্রেষ্ঠ সিপাহী হামিদুর রহমানের স্মৃতি সৌধে পুষ্পার্পণ করা হয়।
কমলগঞ্জ মডেল বহুমুখী উচ্চ বিদ্যালয়ে উপজেলা প্রশাসনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন শেষে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশ গ্রহনে কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। কুচকাওয়াজ শেষে খেলাধুলা অনুষ্ঠিত হলে পরে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
মুক্তিযোদ্ধা সংবর্ধনা উপ-কমিটির উদ্যোগে আলোচনা সভায় কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞার সভাপতিত্বে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রধান করা হয়। সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা অধ্যাপক রফিকুর রহমান। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জাহাঙ্গীর হোসেনের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান পারভীন আক্তার, মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল মোমিন তরফদার, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি মোসাদ্দেক আহমদ, মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার সৈয়দ মখলিছুর রহমান, থানার ভারপ্রাপ্ত কমান্ডার মো. এনামুল হক। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা রিয়াজ উদ্দীন। বিজয় দিবস উপলক্ষে শমশেরনগর, পতনউষার, আদমপুর ইউনিয়নসহ বিভিন্ন স্থানে বিশাল বিজয় শোভাযাত্রা বের হয়। চলে সারাদিনব্যাপী খেলাধুলা।
এদিকে রাজনগর উপজেলার তারাপাশা উচ্চ বিদ্যালয় ও কলেজে ৪৪তম বিজয় দিবস বিভিন্ন কর্মসূচির মাধ্যমে পালিত হয়েছে। সকাল ৮ ঘটিকায় সময় অধ্যক্ষের নেতৃত্বে একটি বিজয় র্যালি তারাপাশা বাজার প্রদক্ষিণ করে।
অধ্যক্ষ মো. আব্দুর রহিম খানের সভাপতিত্বে এবং শিক্ষক রবীন্দ্র শর্মার পরিচালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, প্রতিষ্ঠাতা সদস্য বাবু অবিনাশ চন্দ্র নাগ। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, গভর্নিংবডির সদস্য মাহবুব খান, পিটিএ সদস্য ইয়াসিন তালুকদার, হাজী মশারফ আলী, সহকারী প্রধান শিক্ষক সমরেন্দ্র দাস, শিক্ষক সৈয়দ শওকতুজ্জামান, আকরম আলীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও প্রতিষ্ঠানের সহস্রাধিক ছাত্রছাত্রী উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শেষে বিভিন্ন প্রতিযোগিতায় অংশ গ্রহণকারী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
কুলাউড়া উপজেলার হাজীপুর ইউনিয়নের বালিকা উচ্চ বিদ্যালয়ে সকাল ৮টা থেকে বিভিন্ন খেলাধুলা সাংস্কৃতি অনুষ্ঠানের মধ্যে দিয়ে মহান বিজয় দিবস পালিত হয়েছে।
স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি জদিদ হায়দার চৌধুরীর সভাপতিত্বে এবং প্রধান শিক্ষক মোক্তাদির চৌধরীর পরিচালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, সাবেক সংসদ সদস্য নওয়াব আলী আব্বাছ খান। বিশেষ অতিথি হিসাবে জাপা নেতা ফজলে মাওলা চৌধুরী, হাজীপুর ইউপি চেয়ারম্যান মাহমুদ আলীসহ এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গ ও স্কুলের ছাত্রীরা উপস্থিত ছিলেন।
বড়লেখায়
মৌলভীবাজারের বড়লেখায় বিনম্র শ্রদ্ধায় মহান বিজয় দিবস পালিত হয়েছে। দিবসের প্রথম প্রহর রাত ১২টা ১ মিনিটে জাতীয় সংসদের হুইপ আলহাজ্ব শাহাব উদ্দিন এমপি শহীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন। পরে উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ আমিনুর রহমান, বড়লেখা প্রেসক্লাব, বড়লেখা মুক্তিযোদ্ধা সংসদ, বড়লেখা পৌরসভার মেয়র, বড়লেখা থানা পুলিশ, বাংলাদেশ আ’লীগ, যুবলীগ, ছাত্রলীগ, বাংলাদেশ জাতীয়তাবাদীদল বিএনপি, যুবদল, ছাত্রদলসহ বিভিন্ন সামাজিক, রাজনৈতিক, সংস্কৃতিক, পেশাজীবী সংগঠন, সংস্থা ও শিক্ষা-প্রতিষ্ঠানের পক্ষ থেকে শহীদ মিনারে পুষ্পস্তবক অপর্ণ করা হয়।
দুপুর ১২ টার সময় বড়লেখা উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদলের যৌথ উদ্যোগে পৌর শহরে এক বিজয় র্যালি বের করে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ের সম্মুখে এক আলোচনাসভা অনুষ্ঠিত হয়।
দুপুর সাড়ে ১২ টায় জাতীয় সংসদের হুইপ আলহাজ্ব শাহাব উদ্দিনের নেতৃত্বে বড়লেখা পৌর শহরে এক বিজয় র্যালী বের করা হয়। র্যালিটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে র্যালী পরবর্তী আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, জাতীয় সংসদের হুইপ আলহাজ্ব শাহাব উদ্দিন এমপি। উপজেলা আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আনোত্তয়ার উদ্দিনের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম সুন্দর, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক ডা. প্রণয় কুমার দে প্রমুখ।
দুপুর ২ ঘটিকার সময় উপজেলা প্রসাশনের আয়োজনে বড়লেখা কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ আমিনুর রহমানের সভাপতিত্বে ও সহকারী কমিশনার (ভূমি) শারমিন সুলতানার পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, জাতীয় সংসদের হুইপ আলহাজ্ব শাহাব উদ্দিন এমপি। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম সুন্দর, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সিরাজ উদ্দিন, বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল হাসেম, উপজেলা ভাইস চেয়ারম্যান বিবেকান্দ দাস নান্টু প্রমুখ।