মরুর রোদ ঠেকাতে মক্কা চত্বরে সামিয়ানা টাঙ্গানোর পরিকল্পনা
প্রকাশিত হয়েছে : ১৭ ডিসেম্বর ২০১৪, ৬:১৬ পূর্বাহ্ণ
পূর্বদিক ডেস্ক ::
বিশ্ব মুসলমানদের পবিত্রতম তীর্থ কাবা’কে ঘিরে যে বিরাট চত্বর এবং মসজিদ, সেখানে রোদ ঠেকাতে বিশাল সামিয়ানা টাঙ্গানোর পরিকল্পনা করছে সৌদী কর্তৃপক্ষ।
‘আরব নিউজ’ এখবর দিয়ে জানাচ্ছে, মক্কায় আসা লোকজন যাতে রোদে কষ্ট না পান, সেজন্যে সৌদী কর্তৃপক্ষ পুরো চত্বর জুড়ে তিনশো সামিয়ানা টানাবে।
মোট দুই লক্ষ ৭৫ হাজার বর্গমিটার জায়গা জুড়ে টানানো হবে এই সামিয়ানা।
মদিনায় ইতিমধ্যে একই রকমের সামিয়ানা টাঙ্গানো হয়েছে। মদিনার এই সামিয়ানা দিনের বেলায় ফুলের পাপড়ির মতো মেলে দেয়া হয়, আর রাতে আবার গুটিয়ে নেয়া হয়। পুরো কাজটি করতে সময় লাগে মাত্র তিন মিনিট।
সারা পৃথিবী থেকে প্রতি বছর কাবা শরীফে পরিদর্শনে যান লক্ষ লক্ষ মানুষ। এবছর হজ্জ্বে অংশ নিয়েছেন বিশ লক্ষ মানুষ।
তীব্র গরম এবং পানিশূন্যতায় ভুগে প্রতি বছর বহু হজ্জ্ব যাত্রী অসুস্থ হয়ে পড়েন। রোদ থেকে বাঁচতে অনেকে তাদের নিজস্ব ছাতা নিয়ে আসেন।