হবিগঞ্জে সড়ক দুর্ঘটনায় ৬ জনের প্রাণহানী
প্রকাশিত হয়েছে : ১৬ ডিসেম্বর ২০১৪, ৫:৪০ পূর্বাহ্ণ
পূর্বদিক ডেস্ক ::
হবিগঞ্জ সদরে ট্রাক, ট্রাক্টর, সিএনজিচালিত অটোরিকশা ও জিপগাড়ির চতুর্মুখী সংঘর্ষে অন্তত ৬ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন অন্তত ১২ জন।
শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এজাজ আহমেদ জানান, আজ ১৬ ডিসেম্বর মঙ্গলবার সকাল সোয়া ৭টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কে সদর উপজেলার সুতাং এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- মৌলভীবাজার সদর উপজেলার বড়শিজোড়া গ্রামের আহমদুল হক (৫৫), শ্রীমঙ্গল উপজেলার বাবর মিয়া (৫৫), হবিগঞ্জের বানিয়াচং উপজেলার রহমতপুর গ্রামের নকুল বিবি (৪০) ও তার মেয়ে আম্বিয়া খাতুন (২০)। তাৎক্ষণিকভাবে বাকি দুই জনের পরিচয় জানা যায়নি।
প্রত্যক্ষদর্শীরা জানান, ঘন কুয়াশার মধ্যে সকাল সোয়া ৭টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের সুতাং এলাকায় ত্রিমুখী রাস্তার কাছে একটি ট্রাকের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষ হয়। পরে একটি ট্রাক্টর ও জিপগাড়ি এতে ধাক্কা খায়। এসময় ঘটনাস্থলেই অজ্ঞাত দুই ব্যক্তি মারা যান। আহতদের হবিগঞ্জ সদর হাসপাতালে নেওয়ার পর মারা যান আরও চার জন।
হতাহতরা স্থানীয় শাহজিবাজার এলাকার ‘ফতেহ গাজী’ মাজারে এসেছিলেন বলে জানান তারা।