ইসরাইলি দখলদারিত্ব অবসানে জাতিসংঘে প্রস্তাব পাঠাচ্ছে ফিলিস্তিন
প্রকাশিত হয়েছে : ১৬ ডিসেম্বর ২০১৪, ৭:৩৫ পূর্বাহ্ণ
পূর্বদিক ডেস্ক ::
ইহুদিবাদী ইসরাইলের দখলদারিত্ব অবসানে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে খসড়া প্রস্তাব পেশ করবে ফিলিস্তিনের জাতীয় ঐকমত্যের সরকার। ফিলিস্তিনি স্বশাসন কর্তৃপক্ষের প্রধান আলোচক সায়েব এরিকাত এ তথ্য জানিয়েছেন। তিনি বলেছেন- দ্রুত সময়রে মধ্যে আমরা এই সংক্রান্ত খসড়া প্রস্তাব জাতিসংঘের নিরাপত্তা পরিষদে পাঠাব।
সায়েব এরিকাত আরো বলেন- ১৯৬৭ সালের সীমানার ভিত্তিতে জেরুজালেম হিসেবে খ্যাত বায়তুল মোকাদ্দাসকে রাজধানী করে একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের জন্য আমরা সুস্পষ্ট ও সুনির্দ্দিষ্ট প্রস্তাবের পক্ষে আমরা।
তিনি আরো বলেন- আটক সব বন্দির মুক্তি, উদ্বাস্তুদের প্রত্যাবর্তন এবং জেরুজালেম সহ ফিলিস্তিনি ভূখন্ডে সব বসতি স্থাপনাকে অবৈধ ঘোষণা এবং পরবর্তী যে কোনো বসতি নির্মাণ বন্ধে জাতিসংঘ সুস্পষ্ট প্রস্তাব পাস করবে বলে ফিলিস্তিনিরা প্রত্যাশা করে।
গত সেপ্টেম্বর আরব লীগ অনুমোদিত খসড়া প্রস্তাবে ২০১৬ সালের মধ্যে ফিলিস্তিনি ভূখন্ড থেকে ইসরাইলকে সরে যেতে বলা হয়েছে। এছাড়া, ইসরাইল ও ফিলিস্তিদের মধ্যে চূড়ান্ত শান্তি চুক্তি করার নির্দিষ্ট সময় নির্ধারণের জন্য খসড়া প্রস্তাবে আহ্বান করা হয়েছে। ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস বলেছেন, ফিলিস্তিনিরা তাদের এক ইঞ্চি জমিও ছাড়বে না এবং এই ব্যাপারে ইসরাইলের সঙ্গে কোন আলোচনা করা হবে না। ইহুদিবাদী সরকার ১৯৬৭ সালে দখলীকৃত ফিলিস্তিনি ভূখণ্ড ফিরিয়ে দিতে অস্বীকার করেছে।