মৌলভীবাজারে শহীদ বুদ্ধিজীবী দিবসে আলোর মিছিল
প্রকাশিত হয়েছে : ১৫ ডিসেম্বর ২০১৪, ৪:৫০ পূর্বাহ্ণ
পূর্বদিক ডেস্ক ::
১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে পুস্পস্তবক অর্পণ, আলোর মিছিল ও শহীদ মিনারে মোমবাতি প্রজ্জ্বালনের মধ্য দিয়ে মৌলভীবাজারে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছে বিভিন্ন সংগঠন।
গতকাল ১৪ ডিসেম্বর রোববার সন্ধ্যায় উদীচী শিল্পী গোষ্ঠী, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, যুব ইউনিয়ন, প্রথম আলো বন্ধুসভা, সামাজিক ও সংস্কৃতি সংগঠন অরুনোদয়, সাংস্কৃতিক ইউনিয়নসহ বিভিন্ন সংগঠন মোমবাতি প্রজ্জ্বালন করে আলোর মিছিল নিয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে স্থানীয় শহীদ মিনারে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে পুস্পস্তবক অর্পণ করা হয়। এরপর সেখানে এক মিনিট নীরবতা পালন শেষে শহীদ বুদ্ধিজীবীদের জীবনদানের কথা স্মরণ করে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ ছাত্র ইউনিয়ন মৌলভীবাজার জেলা সংসদের সভাপতি কামরুল হাসান মিজুর পরিচালনায় এতে বক্তব্য রাখেন জেলা পরিষদ প্রশাসক মুক্তিযোদ্ধা আজিজুর রহমান, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সৈয়দ আবু জাফর আহমদ, উদীচী কেন্দ্রীয় কমিটির সদস্য মকবুল হোসেন, যুব ইউনিয়নের সভাপতি মাসুক আহমদ, বন্ধুসভার সভাপতি অপূর্ব সোহাগ।