সিলেটে শ্রদ্ধা-ভালোবাসায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালন
প্রকাশিত হয়েছে : ১৫ ডিসেম্বর ২০১৪, ৫:৪৬ পূর্বাহ্ণ
শ্রদ্ধা-ভালোবাসায় শহীদ বুদ্ধিজীবীদের স্মরণ করার মধ্য দিয়ে সিলেটেও পালিত হল শহীদ বুদ্ধিজীবী দিবস। গতকাল ১৪ ডিসেম্বর রোববার ভোর থেকেই নগরীর চৌহাট্টার বুদ্ধিজীবী করবস্থানে ফুল দিয়ে বিনম্র শ্রদ্ধা জানিয়েছেন সিলেটের বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ।
কবরস্থানে ফুল দিয়ে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে মুক্তিযোদ্ধা সংসদ জেলা ও মহানগর ইউনিট, আওয়ামী লীগ ও অংগসঙ্গঠন সিলেট জেলা ও মহানগর, সিলেট সিটি করপোরেশন, সিলেট প্রেসক্লাব, জেলা প্রেসক্লাব, ইমজা, বাংলাদেশ ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশন সিলেট, সেক্টরস কমান্ডাস ফোরাম সিলেট, লিডিং ইউনির্ভাসিটি, মেট্রোপলিটন ইউনিভার্সিটি, বাসদ, ছাত্র ইউনিয়ন, উদীচী, খেলাঘর, বাংলাদেশ কলেজ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি, সিলেট কল্যাণসংস্থাসহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠন।
এছাড়া বিভিন্ন স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীও শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা জানান।