নিখোঁজ ট্রাভেলস ব্যবসায়ীর সন্ধানের দাবিতে মানববন্ধন : ২৪ ঘণ্টার আলটিমেটাম
প্রকাশিত হয়েছে : ১৫ ডিসেম্বর ২০১৪, ৬:২৫ পূর্বাহ্ণ
শহর প্রতিনিধি ::
ট্রাভেলস ব্যবসায়ী মাহবুব ফেরদৌস আনোয়ারের সন্ধানের দাবিতে এক মানববন্ধন কর্মসূচি পালন করেছে মৌলভীবাজার বিজনেস ফোরাম। আজ ১৫ ডিসেম্বর সোমবার সকাল ১১টায় প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন পালিত হয়। এতে ব্যবসায়ীরা প্রশাসনকে ৪৮ ঘণ্টার আলটিমেটাম দিয়েছে।আনোয়ারকে না পাওয়া গেলে কঠোর আন্দোলনের ডাক দেয়া হবে।
বিজনেস ফোরামের সভাপতি নুরুল ইসলাম কামরানের সভপতিত্বে ও ব্যবসায়ী শাহাদাৎ হোসাইনের পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন আনোয়ারের ছোট ভাই এনামুল মাহবুব ফয়সল, প্রেসক্লাবের সভাপতি এম. এ. সালাম, বিজনেস ফোরামের উপদেষ্টা গোলাম মাওলা, ট্রাভেলস ব্যবসায়ী আব্দুল কুদ্দুস, ব্যবসায়ী দেওয়ান আবুল খায়ের চৌধুরী, আবদুল খালিক, মৌলভীবাজার চেম্বার অব কমার্সের সহ সভাপতি এমদাদুল হক মছনু, ট্রাভেলস ব্যবসায়ী আহমদ বিলাল, ডা. এম এ আহাদ প্রমুখ। পরে জেলা প্রশাসক বরাবরে একটি স্বারকলিপি প্রদান করা হয়।
বক্তারা বলেন, ২৪ ঘণ্টার ভিতরে মাহবুব এফ আনোয়ারকে ফিরিয়ে না দেয়া হলে কঠোর আন্দোলনের ডাক দেয়া হবে। তারা বলেন, প্রশাসন চাইলে আনোয়ারকে ফিরিয়ে দিতে পারবে কারণ আমরা তাদের কাছে আনোয়ার নিখোঁজ হওয়ার পর ২টা ফোন এসেছিল সে ফোন নাম্বার দিয়েছি।